ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা এখনও পিছিয়ে ২৯ রানে, হাতে আছে ৮ উইকেট

প্রকাশিত: ১৮:৪৮, ১৮ মে ২০২২

শ্রীলঙ্কা এখনও পিছিয়ে ২৯ রানে, হাতে আছে ৮ উইকেট

অনলাইন ডেস্ক ॥ চট্রগ্রাম টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪৬৫ রানে। ফলে ৬৮ রানে এগিয়ে থাকে বাংলাদেশ। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ১৭.১ ওভার খেলে দুই উইকেট হারিয়ে করেছে ৩৯ রান। এখন তারা পিছিয়ে আছে ২৯ রানে। এই অবস্থায় জটিলএক সমিকরণে গিয়ে দাঁড়াচ্ছে পঞ্চম দিনের খেলা। বাংলাদেশ প্রথম ইনিংসে তামিম ১৩৩, জয় ৫৮, মুশফিক ১০৫, লিটন ৮৮, সাকিব ২৬ ও তাইজুল ২০ রানের সুবাদে করে ৪৬৫ রান। শ্রীলঙ্কার বোলারদের পক্ষে রাজিথা ৪টি ও আসিতা ৩টি উেইকেট পেয়েছেন। ম্যাথুস ১৯৯, চান্দিমাল ৬৬ ও কুশলের ৫৪ রানের সুবাদে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৩৯৭ রান। বাংলাদেশের পক্ষে নাঈম ১০৫ রানে ৬ ও সাকিব ৬০ রানে ৩ উইকেট নিয়েছিলেন। ১৮টি টেস্ট ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিক। গত কিছুদিন ধরে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন এই ব্যাটার। এই সেঞ্চুরিটি নিশ্চয়ই তাকে স্বস্তি দেবে।
×