স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র ৪ দিন পর মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি২০ কাপ। এই আসরে অংশগ্রহণকারী ৫ দলে আছেন ৮০ ক্রিকেটার। এর সঙ্গে কোচিং স্টাফ, ফিজিও, ট্রেনার ও সাপোর্টিং স্টাফ এবং টুর্নামেন্ট চালানোর জন্য অন্যান্য সাপোর্টিং স্টাফ, গ্রাউন্ডসম্যান, বল বয়, নেট বোলার, থ্রোয়ার, কর্মকর্তা ও হোটেলকর্মীসহ প্রায় ২৫০ জন বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকবেন। সবারই আজ করোনা টেস্টের জন্য নমুনা নেয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এই পরীক্ষার পর ফলাফল নেগেটিভ হলে সবাইকে পুরো টুর্নামেন্টে থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ের (বায়ো সিকিউর বাবল) অধীনে। ২১ নবেম্বর (শনিবার) থেকে ৫ দলের সংশ্লিষ্ট সবাই উঠবেন টিম হোটেলে। আর গ্রাউন্ডসম্যানসহ মাঠ রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মচারীরা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে ক্রীড়াপল্লীতে থাকবেন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে। অবশ্য পাকিস্তান সুপার লীগ (সিপিএল) টি২০ খেলে বুধবার রাতে দেশে ফেরা তামিম ইকবাল অবশ্য এখন নিজ বাসাতেই কোয়ারেন্টাইনে আছেন, তার করোনা পরীক্ষার নমুনা নেয়া হবে সেখান থেকেই।
বঙ্গবন্ধু টি২০ কাপের দল বেশ কয়েকদিন আগেই নিশ্চিত হয়ে গেছে। বৃহস্পতিবারের মধ্যে সবগুলো দলের অধিনায়কও চূড়ান্ত হয়ে গেছে। তবে দলগত অনুশীলন শুরু করেনি কেউ। ক্রিকেটাররা এখনও ঐচ্ছিক অনুশীলন চালিয়ে যাচ্ছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে শনিবার থেকে এই পরিস্থিতিতে আসবে পরিবর্তন। চাইলেও যে কেউ অনুশীলন করতে পারবেন না। নির্দিষ্ট সময় স্বাস্থ্য নীতিমালা মেনেই অনুশীলন করতে হবে। কারণ এদিন থেকে ৫ দলের ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবাই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে প্রবেশ করবেন। ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বঙ্গবন্ধু টি২০ কাপ এবং পুরো সময়ই তাদের এই বলয়ের মধ্যেই থাকতে হবে। টিম হোটেল, মাঠ এবং জৈব সুরক্ষা বলয়ের অধীনে থাকা জায়গাগুলো ছাড়া কোথাও যেতে পারবেন না এই দলগুলোর কেউ। এর আগে অবশ্যই করোনা টেস্টে নেগেটিভ হতে হবে সবাইকে। সে জন্য আজ প্রায় ২৫০ জনের নমুনা নেয়া হবে বিসিবির তত্ত্বাবধানে। করোনা টেস্ট করানো হবে টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকলের। তবে সম্প্রতিই পিএসএল খেলতে পাকিস্তান গিয়েছিলেন তামিম, তিনি ফিরেছেন বুধবার রাতে। তার করোনা টেস্টের জন্য নমুনা নেয়া হবে তার বাসা থেকে। কারণ দেশে ফেরার পর থেকে হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। করোনা নেগেটিভ হলেই সেখান থেকে বেরিয়ে টিম হোটেলে যোগ দিতে পারবেন তামিম।
টুর্নামেন্ট চলাকালীন মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি ভবনের একতলায় করা হয়েছে আইসোলেশন সেন্টার। কোন ক্রিকেটার বা টিম ম্যানেজমেন্টের কেউ করোনা আক্রান্ত হলে যাতে করে দ্রুততম সময়ের মধ্যে তার আইসোলেশন নিশ্চিত করা যায় সে জন্যই বিসিবির এই ব্যবস্থা। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী বলেন, ‘২০ নবেম্বর পাঁচ দলের ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হবে। আর দলগুলো হোটেলে উঠবে ২১ নবেম্বর। এর আগেই অবশ্য হোটেলকর্মী এবং ৫০ জন গ্রাউন্ডসম্যানের করোনা পরীক্ষা করা হবে। গ্রাউন্ডসম্যানদের থাকার জন্য মিরপুর ক্রীড়াপল্লীতে ব্যবস্থা করা হবে। সেখান থেকেই তারা যেন মাঠে তাদের যাওয়া আসা করতে পারে সেই পথটা কিভাবে নিরাপদ রাখা যায় সে জন্য আমরা দেখেছি, পরিদর্শন করেছি। জৈব সুরক্ষা বলয়টা যাতে ঠিক থাকে।’