ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইনজুরির চিকিৎসায় থাইল্যান্ডে সাকিব

প্রকাশিত: ০৬:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

ইনজুরির চিকিৎসায় থাইল্যান্ডে সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙ্গুলে চোট পেয়েছেন। সেই চোট এখনও পুরোপুরি সারেনি। সামনে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি রয়েছে। সেই ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়কও সাকিব আল হাসান। হাতে আছে আর মাত্র কয়েকটা দিন। ৬ মার্চ শুরু হবে ট্রফি। যদিও ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ৮ মার্চ বাংলাদেশের মিশন শুরু হবে। কিন্তু সাকিব যদি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠেন, তাহলে খেলবেন কিভাবে? দলওতো তখন দুর্বল হয়ে পড়ে। সাকিবের যে অভাব ভালভাবেই টের পাওয়া যায়। তাই দ্রুত ইনজুরি সারাতে থাইল্যান্ডে গেছেন সাকিব। চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। মঙ্গলবার বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনই এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘সাকিব থাইল্যান্ডে চলে গেছে গতকাল (সোমবার) রাতে। আরেকটি মতামত নেয়ার জন্য। আজকে (মঙ্গলবার) থাইল্যান্ডে দুইজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞর সঙ্গে তার এ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এরপর সে ফিরে আসবে। আশা করছি ও দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাবে।’ শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি হবে। যেখানে বাংলাদেশসহ ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা খেলবে। এ ট্রফিতে অংশ নিতে ৪ মার্চ শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা। সাকিবও সুস্থ হয়েই দলের সঙ্গে শ্রীলঙ্কা যাবেন, সেই আশা সিইও’র। কিন্তু এ সফরে দলের সঙ্গে থাকছেন না সহকারী কোচ রিচার্ড হ্যালসল। সিইও এ নিয়ে জানালেন, ‘হ্যালসল আর সহকারী কোচ নন, বিষয়টা এমন না। রিচার্ড হ্যালসল এখনও আমাদের সহকারী কোচ। আপনারা জানেন যে বা আপনারা জেনেছেন কি না আমি নিশ্চিত নই, আমরা অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত নিয়েছি। নিদাহাস ট্রফি যেহেতু টি২০ টুর্নামেন্ট। এখানে হাই পারফর্মেন্স ইউনিটের যে প্রধান কোচ সাইমন হেলমট, তিনি ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন। পৃথিবীর বিভিন্ন দেশের ঘরোয়া টি২০তে তার অভিজ্ঞতার কথা আমরা বিবেচনা করেছি। হেলমটকে আমরা ব্যাটিং কোচ হিসেবে রাখছি। বোলিং কোচ হিসেবে চম্পকা রামানায়েকেকে যুক্ত করেছি। এই দুই জন বাড়তি সদস্য টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন। এটা সংক্ষিপ্ত সময়ের একটি সফর। তাই আমরা ঠিক করেছি এই কয়জনের মধ্যে আমরা সীমিত রাখব।’ সঙ্গে যোগ করেন, ‘হ্যালসল এই সফরে দলের সঙ্গে থাকছেন না। আপাতত তিনি ছুটিতে আছেন। ওয়েস্ট ইন্ডিজ সফর ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে আমাদের কথা চলছে, আপনারা জানেন। যদি তা হয় সে সময়ে তিনি ক্যাম্পে যোগ দেবেন। পুরো সিদ্ধান্ত কিন্তু নিদাহাস ট্রফিকে কেন্দ্র করে করা হয়েছে। কোর্টনি ওয়ালশ যে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু শুধু নিহাদাস ট্রফিতেই করবেন। হেলমট ব্যাটিং কোচ আর চম্পকা বোলিং কোচ হিসেবে কাজ করবেন।’ বিসিবি কিউরেটরও খুঁজছে। তাও জানালেন সিইও, ‘আমরা কিউরেটর নিয়োগের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। গামিনি আমাদের সঙ্গে অনেকদিন ধরে আছে। তার বাইরেও আরও দুয়েকজন কিউরেটর বাইরে থেকে আনার পরিকল্পনা আমাদের আছে। তারই ধারাবাহিকতায় আপনারা ইতোমধ্যে জেনেছেন একজন কিউরেটর এসে আমাদের সঙ্গে দেখা করেছেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে উনি খুব শীঘ্রই বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যোগ দেবেন। নাম প্রভিন।’
×