ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বরিশালে তৃণমূল পর্যায়ে ক্রিকেট মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ জুলাই

প্রকাশিত: ১৩:০৪, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৩:০৪, ২১ জুলাই ২০২৫

বরিশালে তৃণমূল পর্যায়ে ক্রিকেট মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ জুলাই

ছবি: সংগৃহীত

বরিশালের উদীয়মান ক্ষুদে ক্রিকেটারদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে একটি বিশেষ ক্রিকেট মেধা অন্বেষণ প্রতিযোগিতা। বরিশাল জেলা ও বিভাগীয় ক্রিকেট কোচদের উদ্যোগে এবং সরিকল ক্রীড়া একাডেমির আয়োজনে আগামী ২৪ জুলাই, বৃহস্পতিবার তৃণমূল পর্যায় থেকে বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই এবং তাদের ক্রিকেট মেধা যাচাইয়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিযোগিতার বিস্তারিত:

  • স্থান: সরিকল মাধ্যমিক বিদ্যালয়।

  • সময়: সকাল ৯টায় প্রতিযোগিতা শুরু হবে।

  • উপস্থিত থাকবেন: বরিশাল বিভাগের বিভাগীয় ক্রিকেট কোচ জনাব তাসরিকুল ইসলাম টোটাম এবং বরিশাল জেলার বয়সভিত্তিক ক্রিকেট কোচ জনাব মাহমুদুল হাসান তামিম। তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই প্রতিটি ক্যাটাগরির খেলা অনুষ্ঠিত হবে এবং প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা হবে।

বয়সভিত্তিক ক্যাটাগরি ও যোগ্যতা:

এই প্রতিযোগিতা তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে:

  • অনূর্ধ্ব-১৪: জন্ম ১ সেপ্টেম্বর ২০১১-এর পর

  • অনূর্ধ্ব-১৬: জন্ম ১ সেপ্টেম্বর ২০০৯-এর পর

  • অনূর্ধ্ব-১৮: জন্ম ১ সেপ্টেম্বর ২০০৭-এর পর

পুরস্কার ও ভবিষ্যতের সুযোগ:

প্রতিটি ক্যাটাগরিতে ব্যাটিং ও বোলিং বিভাগের সেরা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগীদেরকে সরিকল ক্রীড়া একাডেমির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এর থেকেও বড় সুযোগ হলো, প্রতিযোগিতায় সেরা পারফর্মারদের নিয়ে একটি বিশেষ প্র্যাকটিস ক্যাম্প গঠন করা হবে। এই ক্যাম্প থেকে নির্বাচিত খেলোয়াড়দের বরিশাল জেলা এবং পরবর্তীতে বরিশাল বিভাগীয় দল গঠনের জন্য বিবেচনায় নেওয়া হবে, যা তাদের জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন পূরণে একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নির্দেশনা:

আগ্রহী খেলোয়াড়দের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে:

  • পোশাক: ট্রাউজার, জার্সি ও জুতা পরিধান করে উপস্থিত হতে হবে।

  • প্রয়োজনীয় কাগজপত্র: জন্মনিবন্ধনের কপি সঙ্গে আনতে হবে।

  • খেলার ধরন: খেলা অনুষ্ঠিত হবে ক্রিকেট বল দিয়ে।

যোগাযোগের তথ্য:

  • তারিখ: ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

  • সময়: সকাল ৯টা

  • স্থান: সরিকল মাধ্যমিক বিদ্যালয়

আপনার এলাকার প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করুন। এই প্রতিযোগিতা হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট তারকার জন্ম দিতে পারে!

সাব্বির

×