
উয়েফা নারী ইউরো চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক ম্যাচ দেখল বিশ্ব ফুটবল
উয়েফা নারী ইউরো চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক ম্যাচ দেখল বিশ্ব ফুটবল। এই ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে জার্মানি। শনিবার রাতে সুইস শহর ব্যাসেলের সেন্ট জ্যাকব পার্কে ১-১ গোলে ড্রয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৬-৫ ব্যবধানে জয় পায় জার্মানরা। দুটি পেনাল্টি সেভ করার পাশাপাশি একবার জালে বল পাঠিয়ে ম্যাচের নায়ক বনে যান জার্মান গোলরক্ষক আন-ক্যাথরিন বার্গার।
ম্যাচের ১৩ মিনিটেই ক্যাথরিন হেনড্রিখ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় জার্মানি। সেই সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করেন ফ্রান্সের গ্রেস গেইয়োরো। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি জার্মান মেয়েরা। ২৩ মিনিটে ক্লারা বুয়েলের কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান সজোকে নিউসকেন। ম্যাচে ফ্রান্সের দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। একবার ডেলফিন ক্যাসকারিনো এবং আরেকবার গেইয়োরোর শট জালে পৌঁছালেও লাইনসম্যানের পতাকায় সেই উদ্যাপন মাটি হয়ে যায়।
বিরতির পর নিউসকেনের পেনাল্টি ঠেকিয়ে দেন ফরাসি গোলকিপার পলিন পেইরো ম্যাগনিন। অতিরিক্ত সময়েও দু’দল গোল করতে ব্যর্থ হয়। তবে নাটকীয়তা বাড়ে পেনাল্টি শূটআউটে। ফ্রান্সের দুই খেলোয়াড় আমেল মাজরি ও অ্যালিস সোমবাথের শট ঠেকিয়ে নায়ক বনে যান জার্মান গোলরক্ষক বার্গার। তার এই কৃতিত্বে সেমিফাইনালে উঠল জার্মানি। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। আগামী বুধবার জুরিখে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-ইতালি।
এর আগে কোয়ার্টার ফাইনালে সুইডেনকে ৩-২ গোলে হারিয়ে উয়েফা ইউরো নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিট কাটে ইংল্যান্ড জাতীয় নারী ফুটবল দল। অন্যদিকে দীর্ঘ ২৮ বছর পর নারী ইউরোতে শেষ চারে পা রাখে ইতালি। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ সেমিফাইনাল নিশ্চিত করে ইতালিয়ানরা।
প্যানেল হু