ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ-নেপাল ‘অঘোষিত ফাইনাল’ আজ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৫০, ২০ জুলাই ২০২৫

বাংলাদেশ-নেপাল ‘অঘোষিত ফাইনাল’ আজ

শিরোপা নির্ধারণী ম্যাচের আগে রবিবার নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা

আলোচনা, সমালোচনা, গোলবন্যা- নানা ঘটনার মধ্য দিয়ে শেষের পথে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আসর। বয়সভিত্তিক ফুটবলে এমনিতে ফেভারিট বাংলাদেশ, তার ওপর শক্তিশালী ভারত নেই। সম্প্রতি এশিয়া কাপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়া জাতীয় দলের একঝাঁক ফুটবলার নিয়ে প্রত্যাশিত ছন্দে টানা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় তুলে শিরোপা ধরে রাখার পথে হাঁটছে আফঈদা খন্দকারের দল। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনার ভেজা মাঠেও দুর্বার গতিতে ছুটেছে মেয়েদের সাফল্যের রথ।

চার দলের আসরে এবার কোনো ফাইনাল নেই। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুইবার করে মুখোমুখি হচ্ছে। পয়েন্টের ভিত্তিতে শীর্ষ দলের হাতে উঠবে ট্রফি। ফলে বাংলাদেশ-নেপাল শেষ ম্যাচটি হয়ে উঠেছে ‘অঘোষিত ফাইনাল’। পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। অন্যদিকে পাঁচ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেপাল। প্রথম দেখায় নেপালের বিপক্ষে ৩-২ গোলের জয় পাওয়ায় আজ ড্র করলেও শিরোপা উঠবে আফঈদাদের হাতে। কিন্তু গোল গড়ে পিছিয়ে থাকায় হেরে গেলেই বিপদ। কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে খেলা শুরু সন্ধ্যা সাতটায়। 
বাংলাদেশ আজ হেরে গেলে দুই দলেরই সমান ১৫ পয়েন্ট হবে। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। নেপালের সুবিধাটা এখানেই। তারা গোল ব্যবধানে বেশ এগিয়ে রয়েছে। সর্বশেষ ভুটানকে ৮-০ গোলে হারানোয় নেপালের মোট গোল ৩০টি। আসরে ৪ গোল হজম করার দলটির গোল পার্থক্য প্লাস ২৬। একইদিন সন্ধ্যায় বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এ জয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫ পয়েন্ট ও নেপালের ১২। তবে গোলে বড় ব্যবধানে এগিয়ে নেপাল।

পাঁচ ম্যাচে বাংলাদেশ গোল দিয়েছে ২৪টি ও খেয়েছে প্রতিপক্ষের সমান ৪টি। সব মিলিয়ে পার্থক্য প্লাস ২০। অর্থাৎ বাংলাদেশ পয়েন্টে সুবিধাজনক স্থানে থাকলেও ৬ গোলে পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে ট্রফি ধরে রাখতে ড্র ছাড়া বিকল্প কোনো পথ নেই। ম্যাচ হারলেই তীরে এসে তরি ডুববে। টুর্নামেন্টে বাংলাদেশ শুরুটা করেছিল শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে। অথচ এদিন ফিরতি ম্যাচে জয় পেয়েছে ৫-০ গোলে। প্রশ্ন হচ্ছে শুরুতে গোল উৎসব করলেও পরবর্তী সময়ে বাংলাদেশকে ভয়ংকর রূপে দেখা যায়নি কেন? এখানে কি পারফরম্যান্সের ঘাটতি ছিল? না, হেড কোচ পিটার বাটলার টুর্নামেন্টে দলকে নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা করেছেন। সামনে নারী জাতীয় দল এশিয়ানকাপ চূড়ান্ত পর্বে খেলবে।

খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করতে প্রায় সবাইকে মাঠে নামিয়ে দেখেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাটলার একাদশে এনেছেন পাঁচটি পরিবর্তন। একাদশের বাইরে থাকা বেশ কয়েকজনকে প্রথম একাদশে সুযোগ দেন তিনি। বড় টুর্নামেন্টে আগে এমন পরীক্ষা-নিরীক্ষা করতেই পারেন। কিন্তু ট্রফি না জিতলে সমালোচনাও সহ্য করতে হবে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত সব ম্যাচ জিতলেও শিষ্যদের খেলার ধরন নিয়ে খুব একটা খুশি নন বাংলাদেশ কোচ। মাঠে নেমে ফুটবলাররা একক নৈপুণ্য দেখাতে চায় বলেও মন্তব্য করেছেন এই ইংলিশ কোচ। তবে দ্রুতই এই সমস্যা সমাধান হবে বলে জানান তিনি।

নেপালের বিপক্ষে অঘোষিত ফাইনালের আগেও নিজ শিষ্যদের সতর্ক করেছেন বাংলাদেশ কোচ,‘সত্যি বলতে আমার জন্য শিরোপা কিছুই না। শিরোপা জেতাটা খুবই জরুরি এটা ঠিক। কিন্তু আমি এখানে এসেছি নারী ফুটবলারদের উন্নতি করতে। এএফসি এশিয়ান কাপের জন্য প্রস্তুতি নিতে। তারপরও নেপালকে নিয়ে বলতে চাই তারা খুবই ভালো দল। নারী ফুটবলে তারা র‌্যাঙ্কিংয়ে আমাদের থেকে এগিয়ে। নেপালের বেশ কয়েকজন ভালো ফুটবলার আছে যারা গোল করতে পারে। এই মুহূর্তে ড্রেসিংরুমে থাকা আমার মেয়েরা যদি ভাবে, তারা খুব সহজেই নেপালকে হারিয়ে দিতে পারবে তাহলে তারা ভুল ভাবছে। আশা করব ওরা সেটা ভাবছে না।’  
শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলে জিতলেও ফুটবলারদের খেলার ধরন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না পিটার বাটলার। তবে খুব শিগগিরই এই সমস্যা সমাধান করে ফেলবেন এই ইংলিশ। প্রশংসা করেছেন সাগরিকার পরিবর্তে মাঠে নেমে আসরে আলো ছড়ানো তৃষ্ণা রানীর।

প্যানেল হু

×