ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মিলারকে পুরস্কার তুলে দিলেন সাকিব

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৩, ৫ ডিসেম্বর ২০২৩

মিলারকে পুরস্কার তুলে দিলেন সাকিব

মিলার ও সাকিব

আঙুলের চোটের কারণে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে সাকিব আল হাসান। তবে ব্যস্ততার কমতি নেই টাইগার ক্রিকেটের বড় তারকার। ইতোমধ্যে নির্বাচনের ময়দানে নাম লিখিয়েছেন। মনোনয়ন পেয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামলী লীগ থেকে। এর মধ্যে হঠাৎই আমিরাতে উড়ে গেছেন সাকিব। চলতি আবুধাবি টি১০ লিগে বাংলা টাইগার্সের আইকন খেলোয়াড় ব্যাট-বল হাতে মাঠে নামতে না পাড়লেও ফ্র্যাঞ্চাইজিটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ফটোশূটে অংশ নিতে সেখানে হাজির হন। গ্যালারিতে হাজির সুপার সাকিব, দলের আইকন ও ব্র্যান্ড আম্বাসেডর। এমন দিনে রোমাঞ্চে ঠাসা ম্যাচে নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে ২ রানের রোমাঞ্চকর এক জয় পায় তার দল বাংলা টাইগার্স।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১৩৭ রান করে বেন হওয়েলের নেতৃত্বধীন বাংলা টাইগার্স। জবাবে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যামিও (২০ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৫৭) সত্ত্বেও ৫ উইকেটে ১৩৫ রানে থামে অ্যাঞ্জেলো ম্যাথুসের ওয়ারিয়র্স। মাত্র ২৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫০ রান করে ম্যাচসেরা হন টাইগার্সের ডেভিড মিলার। খেলা শেষে প্রোটিয়া তারকার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন দলের আইকন সাকিব। গত ২৮ নভেম্বর শুরু হওয়া টি১০ লিগে এবার এখন পর্যন্ত ২ ম্যাচ খেলেছে বাংলা টাইগার্স। তাতে ১ জয়ের বিপরীতে ১টিতে হার। ৮ দলের এ টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৯ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে। সংক্ষিপ্ত সফর শেষে দ্রুতই দেশে ফিরে আসার কথা সাকিবের।

×