ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টি২০ বর্ষসেরা ক্রিকেটার সূর্যকুমার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫০, ২৬ জানুয়ারি ২০২৩

টি২০ বর্ষসেরা ক্রিকেটার সূর্যকুমার

সূর্যকুমার যাদব

টি২০তে দুর্দান্ত একটি বছর কাটানোর স্বীকৃতি পেলেন সূর্যকুমার যাদব। এই সংস্করণে আইসিসির বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান। সেরা নারী টি২০ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা। সেরার লড়াইয়ে সূর্যকুমার হারিয়েছেন মোহাম্মদ রিজওয়ান, স্যাম কুরান ও সিকান্দার রাজারকে।

আর ম্যাকগ্রা পেছনে ফেলেছেন স্মৃতি মান্ধানা, নিদা দার ও সোফি ডিভাইনকে। ২০২২ সালে টি২০তে ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে ১১৬৪ রান করেন সূর্যকুমার। এই সংস্করণে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকা বর্ষে হাজার রানের কীর্তি গড়েন তিনি। বছর শেষ করেন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। ব্যাটিংয়ের ধরণ দিয়ে নজর কাড়েন। পরিস্থিতি যাই থাকুক না কেন, ক্রিজে গিয়েই তার ঝড় তোলার সামর্থ্যে মুগ্ধ সবাই। মাঠের চারপাশে শট খেলে পেয়ে গেছেন ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যানের তকমা।

বিদায়ী বছরে  মেরেছেন মোট ৬৮টি ছক্কা! অনেক এগিয়ে থেকে যা এক বছরে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা। চল্লিশের মাঝামাঝি গড়ে স্পষ্ট দারুণ ধারাবাহিকও সূর্যকুমার। ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান ২  সেঞ্চুরির সঙ্গে করেছেন ৯ ফিফটি।

×