ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের টেস্ট দলে ডাক পেলেন আবরার-আলি

প্রকাশিত: ১৯:৪৯, ২১ নভেম্বর ২০২২

পাকিস্তানের টেস্ট দলে ডাক পেলেন আবরার-আলি

আবরার আহমেদ ও মোহাম্মদ আলি। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। প্রথমবারের মতো পাকিস্তানের জাতীয় দলে ডাক পেলেন লেগ স্পিনার আবরার আহমেদ ও ডানহাতি পেসার মোহাম্মদ আলি। 

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য সোমবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের দলে পরিবর্তন আনা হয়েছে ৪টি। চোটের কারণে নেই শাহিন শাহ আফ্রিদি। বাদ পড়েছেন হাসান আলি, ফাওয়াদ আলম ও ইয়াসির শাহ।

এই দুজনের বাইরে ফের টেস্ট দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার ওয়াসিম ও লেগ স্পিনার জাহিদ।

রাওয়ালপিন্ডিতে আগামী ১ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটির পরের দুই ম্যাচ হবে মুলতান ও করাচিতে, যথাক্রমে ৯ ও ১৭ ডিসেম্বর।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, আবরার আহমেদ, মোহাম্মদ আলি, শান মাসুদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, নুমান আলি, সৌদ শাকিল, জাহিদ মাহমুদ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সালমান আলি আগা ও সরফরাজ আহমেদ।

এসআর

সম্পর্কিত বিষয়:

×