
ছবিঃ সংগৃহীত
বৃষ্টির সময় মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে গিয়েই ভোগান্তিতে পড়তে হয়। পেজ লোড হয় না, ভিডিও বাফারিং নেয়, আবার কখনো হঠাৎ করেই কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। অথচ নেট প্যাক তো ঠিকঠাকই চালু আছে! এমন অবস্থায় বিরক্ত না হয়ে আপনি ব্যবহার করতে পারেন একটি সহজ গোপন কোড, যা মোবাইল ইন্টারনেটের গতি দ্বিগুণ করতে পারে।
কি সেই ম্যাজিক কোড?
আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডায়ালারে গিয়ে টাইপ করুন: *#*#4636#*#*
এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—
-
কোডটি টাইপ করার সঙ্গে সঙ্গেই একটি সিক্রেট মেনু ওপেন হবে।
-
সেখানে “Phone Information” অপশনে ক্লিক করুন।
-
নিচে স্ক্রল করলে “Set preferred network type” লেখা পাবেন।
-
এখানে গিয়ে "LTE only" বা "NR/LTE only" অপশনটি সিলেক্ট করুন।
এতে কী লাভ হবে?
এই সেটিংস মোবাইলকে শুধুমাত্র 4G বা 5G নেটওয়ার্কেই সীমাবদ্ধ করে দেয়, ফলে বারবার 3G বা 2G-তে স্যুইচ হওয়ার কারণে যে গতি কমে যাচ্ছিল, তা আর হবে না। ফলে ইন্টারনেট গতি অনেকটাই বাড়বে।
সতর্কতা:
এই কোডটি ব্যবহার করার সময় একটু সাবধান থাকতে হবে। ভুলভাবে অন্য কোনও সেটিংস পরিবর্তন করলে তা ফোনের অন্যান্য ফাংশনে প্রভাব ফেলতে পারে।
তবে যাঁরা প্রতিদিন মোবাইল ডেটা ব্যবহার করেন এবং ধীরগতির সমস্যায় বিরক্ত, তাঁদের জন্য এটি হতে পারে এক সহজ ও কার্যকর সমাধান।
ইমরান