
ছবি: সংগৃহীত
পুরনো অ্যালবামের সাদাকালো ছবিগুলোকে নতুন করে রঙিন করতে এখন আর আলাদা কোনো সফটওয়্যার বা গ্রাফিক ডিজাইনারের দরকার নেই। আধুনিক এআই প্রযুক্তির সৌজন্যে, চ্যাটজিপিটি এখন এমন ছবিগুলো রঙিন করে দিতে পারে খুব সহজেই।
সেবাটি ব্যবহার করতে হলে প্রথমে চ্যাটজিপিটির চ্যাট উইন্ডোতে থাকা ‘ছবি আইকন’-এ ক্লিক করে কাঙ্ক্ষিত সাদাকালো ছবিটি আপলোড করতে হবে। এরপর চ্যাটজিপিটির ইমেজ প্রক্রিয়াকরণ টুল স্বয়ংক্রিয়ভাবে ছবিটি বিশ্লেষণ করে রং যোগ করার জন্য প্রস্তুত হবে।
এই প্রক্রিয়ায় ফলাফল আরও নিখুঁত করতে, ব্যবহারকারীকে ছবির প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। উদাহরণস্বরূপ—ছবির সময়কাল, লোকজনের পোশাকের ধরন, পরিবেশের বিবরণ, চোখের রং, ত্বকের আভা কিংবা ফটোর আবহ সম্পর্কে স্পষ্ট করে জানাতে হবে। যত বেশি তথ্য দেওয়া হবে, চূড়ান্ত ছবির মান ততই উন্নত হবে।
ছবির বিশ্লেষণ ও রঙিন করার কাজ সম্পন্ন হলে, চ্যাটজিপিটি নতুন রূপে সেই ছবি তুলে ধরবে। সেখান থেকে ছবিটি সহজেই ডাউনলোড করে সংরক্ষণ বা শেয়ার করা যাবে।
এই অত্যাধুনিক প্রযুক্তির ফলে বহু পুরোনো স্মৃতিই এখন ফিরে পেতে পারে নতুন রঙ ও প্রাণ।
সূত্র: https://www.moneycontrol.com/technology/how-to-turn-your-parents-black-and-white-photos-into-colour-using-chatgpt-a-step-by-step-guide-and-prompt-you-need-to-know-article-12998038.html
রাকিব