ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

শরিফুল রোমান, মুকসুদপুর (গোপালগঞ্জ):

প্রকাশিত: ১৫:০৭, ২৮ মে ২০২৫

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত।

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আন্না বেগম (২০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার লোহাইড় মুন্সি বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আন্না বেগম লোহাইড় গ্রামের সোহেল মুন্সির স্ত্রী।

নিহতের স্বামী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারিচালিত ভ্যানে করে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন আন্না বেগম। পথিমধ্যে মুন্সি বাড়ি এলাকায় পৌঁছালে তার গলায় থাকা ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায় এবং তা গলায় জড়িয়ে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

নুসরাত

×