ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে

ভিজিএফের চাল বিতরণের আগেই আত্মসাতের চেষ্টা 

ছাইফুল ইসলাম খান, ভাঙ্গুরা, পাবনা

প্রকাশিত: ১৫:১৫, ২৮ মে ২০২৫

ভিজিএফের চাল বিতরণের আগেই আত্মসাতের চেষ্টা 

ছবি: দৈনিক জনকন্ঠ।

ভিজিএফ এর চাল আত্মসাৎ এর চেষ্টা চেয়ারম্যান সহ ৯ জন ইউপি সদস্যকে শোকজ।

ভাঙ্গুরায় অষ্টমনিষা ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর কর্মসূচি ৮০০ কেজি চাল আত্মসাতে কথা ফাঁস হয়েছে। 

মঙ্গলবার (২৭ মে) উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুলসহ ৯ ইউপি সদস্যকে শোকজ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মদ নাজুন নাহার। 

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে অষ্টমনিষা ইউনিয়নের ১ হাজার ২৭০ জন উপকার ভোগীকে মাসে ১০ কেজি ভিজিএফ এর চাল বিতরণের করা হয়।

জানা যায়, বিতরণের আগেই সরকারি এই চাল আত্মসাৎ এর জন্য একটি তালিকা প্রস্তুত করা হয়। তালিকায় চেয়ারম্যানের স্বাক্ষর না থাকলেও ৯ জন সদস্যের স্বাক্ষর রয়েছে তালিকায়। এই তালিকায় থানা পুলিশের উপজেলা প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তার কার্যালয় ও সাংবাদিকসহ বিভিন্ন অফিস ও ব্যক্তির নামে বরাদ্দ দেখানো হয়।

এ বিষয় অভিযুক্ত চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, ‘এখনো চাল বরাদ্দ পায়নি তালিকা চূড়ান্ত হয়নি তাই চাল আত্মসাৎ এর চেষ্টা কোন প্রশ্নই নেই।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার দৈনিক জনকণ্ঠের সংবাদ দাতা কে বলেন, ‘এই ঘটনা অভিযুক্ত ইউপি চেয়ারম্যানসহ ৯ জন সদস্য কে  শোকজ করা হয়। আগামী তিন দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়।’

এর আগেও অনেক দুর্নীতি হয়েছে কিন্তু নির্বাহী কর্মকর্তা সেটাকে আমলে না নিয়ে সাংবাদিকদেরকে উলটো পালটা কথা বলে হয়রানি করা হয় । 

এলাকার অভিজ্ঞ মহল জানান, এই দুর্বল প্রশাসন দিয়া উপজেলা পরিষদ চালানো সম্ভব নয়। তাই এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলে হস্তক্ষেপ নেওয়া দরকার বলে অভিজ্ঞ মহলের দাবি।

মিরাজ খান

×