
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েব আলী মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত নায়েব আলী মোল্লা উপজেলার মালিয়াট গ্রামের আব্দুল মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, নায়েব আলী মোল্লার সঙ্গে একই গ্রামের ইউনুস আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে মালিয়াট গ্রামের মাঠে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইউনুস আলী ও তার ছেলে আল-আমিন হোসেন লাঠি দিয়ে নায়েব আলীর মাথায় আঘাত করেন। এতে তিনি মাঠেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন ও তাঁর স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, “এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”