ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকল নৌ-যোগাযোগ বন্ধ

মো. ছাইফুল ইসলাম জিহাদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

প্রকাশিত: ১৫:০১, ২৮ মে ২০২৫

হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকল নৌ-যোগাযোগ বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সকল ধরনের নৌ-যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল থেকে এ আদেশ কার্যকর করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌ-পুলিশ ঘাটে গিয়ে এ নির্দেশ বাস্তবায়ন করেন।

ফলে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট, নলচিরা-চট্টগ্রাম ও তমরদ্দি-ঢাকা রুটে যাত্রী পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। নলচিরা ঘাটে সকাল থেকে নৌ-পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তারা ঘাটের ছোট ছোট নৌযানগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দিয়েছেন।

এদিকে, হাতিয়ায় সকাল থেকেই আকাশ মেঘলা, সঙ্গে মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাছ ধরার সকল ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, “হাতিয়া উপজেলা বর্তমানে তিন নম্বর সতর্ক সংকেতের আওতায় রয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে সকল নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।”

নুসরাত

×