ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মেটার নতুন ডেটা সেন্টার কি ম্যানহাটনের সমান?

প্রকাশিত: ২১:৫০, ২৪ জানুয়ারি ২০২৫

মেটার নতুন ডেটা সেন্টার কি ম্যানহাটনের সমান?

মেটার সিইও মার্ক জাকারবার্গ ২০২৫ সালকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জন্য একটি বিশেষ বছর হিসেবে চিহ্নিত করেছেন। সম্প্রতি তিনি ফেসবুক পোস্টের মাধ্যেমে জানিয়েছেন, মেটা এআই বিশ্বজুড়ে ১ বিলিয়ন ব্যবহারকারীকে সেবা প্রদান করবে।

তাদের লামা ৪ এআই মডেল হয়ে উঠবে প্রযুক্তিগত উৎকর্ষতার শীর্ষ মডেল। পাশাপাশি, মেটার নিজস্ব এআই প্রকৌশলী প্রকল্প গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে কোড যোগ করবে, যা প্রযুক্তির ভবিষ্যৎ নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

তিনি আরো জানান, মেটা ইতোমধ্যে ২ গিগাওয়াটেরও বেশি ক্ষমতাসম্পন্ন একটি ডেটা সেন্টার নির্মাণ শুরু করেছে। এটি এত বড় যে ম্যানহাটনের একটি উল্লেখযোগ্য অংশকে ঢেকে ফেলতে পারে। এই প্রকল্পের অংশ হিসেবে, ২০২৫ সালে ১ গিগাওয়াটের কম্পিউটিং ক্ষমতা অনলাইনে যুক্ত হবে এবং বছরের শেষ নাগাদ ১.৩ মিলিয়নেরও বেশি জিপিইউ মেটার নেটওয়ার্কে সংযুক্ত থাকবে।

মার্ক জাকারবার্গের ঘোষণা অনুযায়ী, মেটা এ বছর কেপেক্সে (মূলধন ব্যয়) $৬০-৬৫ বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে। পাশাপাশি, এআই টিমের ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। এই বিনিয়োগ শুধু প্রযুক্তির বিকাশে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি মেটার মূল পণ্য ও ব্যবসার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জাকারবার্গ জানিয়েছেন, মেটার এই উদ্যোগ প্রযুক্তি খাতে আমেরিকার ঐতিহাসিক নেতৃত্ব আরও মজবুত করবে। এআই খাতে মেটার এই প্রচেষ্টা শুধু তাদের নিজস্ব ব্যবসায়িক উন্নয়নে সহায়ক হবে না, বরং বিশ্বব্যাপী প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করবে।

আশিক

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার