ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

এরই মাঝে সতর্ক করেছে ডিএমপি

টেলিগ্রাম স্ক্যাম: পাবেন ৫০০, হারাবেন লাখ লাখ টাকা

আশিক উল বারাত

প্রকাশিত: ১০:৪৩, ১৮ মার্চ ২০২৪

টেলিগ্রাম স্ক্যাম: পাবেন ৫০০, হারাবেন লাখ লাখ টাকা

টেলিগ্রাম স্ক্যাম

কয়েকদিন আগের ঘটনা, জনকণ্ঠ অনলাইনের একজন প্রতিবেদকের হোয়াটসএপ এ চাইনিজ একটি নাম্বার থেকে বার্তা আসে। বার্তাটির রিপ্লাই দিতেই অপর পাশ থেকে একজন ফিরতি বার্তায় লিখেন, ঘরে বসে অল্প সময়ের মাঝেই আয় করতে পারবেন হাজার হাজার টাকা। 

টাকা আয় করতে হলে কোন প্রকার ইনভেস্টমেন্ট এর প্রয়োজন নেই। শুধুমাত্র কিছু ইউটিউবের ভিডিও লাইক করলেই বিকাশের মাধ্যমে পৌঁছে যাবে টাকা। হোয়াটস এপ এ দেয়া ইউটিউবের ভিডিও লিংকটিতে ক্লিক করে বার্তাবাহকের নির্দেশনা অনুযায়ী ভিডিওতে লাইক দেয়ার পরবর্তী পদক্ষেপে টেলিগ্রামের একটি নাম্বার দেয়া হয় প্রতিবেদককে।

তারপর প্রতিবেদক টেলিগ্রামের উক্ত আইডিতে লিংক করে বিকাশ নাম্বার দিতেই চলে আসে ১০০ টাকা। তারপর আবারও এমন দুইটা ভিডিওর লিংক দেয়া হয় যেখানে ক্লিক করে আবারও ২০০ টাকা পেয়ে যান প্রতিবেদক। 

তবে বার্তাবাহকের আসল পরিচয় বের হয়ে আসে তারপর। টেলিগ্রাম থেকে বার্তাবাহক বলেন, এভাবেই আপনি অনেক আয় করতে পারবেন। কিন্তু এ জন্য আপনার নির্দিষ্ট কিছু টাকা দিয়ে খুলতে হবে একাউন্ট। এটাকেই বলা হচ্ছে চাইনিজ টেলিগ্রাম স্ক্যাম। যার ফাঁদে পা দিয়ে এরই মাঝে হাজারও যুবক হারিয়েছেন লাখ লাখ টাকা।  

এরই মাঝে এ বিষয়ে সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। সোমবার (১৮ মার্চ) এক ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে এই স্ক্যাম সম্পর্কে সচেতন করে সিটিটিসি।

জানা যায়, টেলিগ্রাম অ্যাপসভিত্তিক চাইনিজ প্রতারক চক্র বাংলাদেশি কিছু প্রতারকের সহায়তায় জাল বিস্তার করছে। এরা ফোনে বা হোয়াটসঅ্যাপে ঘরে বসে পার্ট টাইম চাকরির অফার দেবে।

এরপর ইউটিউব এ বিভিন্ন ভিডিও লাইক করতে বলবে। প্রতি লাইকের জন্য আপনাকে তারা ১০০ টাকা করে দেবে। এভাবে ৫০০-১০০০ টাকা দেবে তারা। একইসঙ্গে তারা হেল্পডেস্ক নামক টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে নেবে।

টেলিগ্রাম গ্রুপে ইনভেস্ট করার লোভনীয় সব অফার দেবে। আপনি একবার তাদের প্ল্যানে যখনই ইনভেস্ট করবেন, তখনই ফাঁদে পড়ে যাবেন। এভাবে কয়েকদিনের মধ্যেই আপনার থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলে হাতিয়ে নেবে লাখ লাখ টাকা।

এখন প্রশ্ন আসতে পারে রক্ষা পাবেন কীভাবে। জেনে রাখতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা ঘরে বসে পাওয়া যে কোনো চাকরির অফারই এক একটি স্ক্যাম। ভুলেও কেউ এমন ইনভেস্টমেন্ট প্রতারণার ফাঁদে পা দেবেন না।

এবি

×