ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রাহায়ণ ১৪৩০

আলাস্কার আকাশ রাঙাল মেরুজ্যোতির সবুজাভ আলো

প্রকাশিত: ২০:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৩

আলাস্কার আকাশ রাঙাল মেরুজ্যোতির সবুজাভ আলো

আলাস্কার আকাশ

যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশে দেখা মিললো নর্দান লাইটস বা মেরুজ্যোতি। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ফেয়ারব্যাঙ্কস অঞ্চলে সবুজাভ দ্যুতি ছড়ায় অরোরা বোরিয়ালিস।

কয়েক ঘণ্টা ধরে চলে উজ্জ্বল সবুজাভ আলোর খেলা। মনোমুগ্ধকর দৃশ্যটি উপভোগ করেন স্থানীয়রা। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সূর্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে বৈদ্যুতিক কণার প্রবেশের ফলে দেখা মেলে এই বর্ণিল আলোকছটার। যা সৃষ্টি হয় বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেন পরমাণুর সাথে ম্যাগনিটোস্ফিয়ার থেকে আসা কণিকার ঘর্ষণ থেকে। পরমাণুর পরিমাণের ওপর নির্ভর করে অরোরার লাল, সবুজ ও হলুদ রঙ।

পরমাণুর পরিমাণের ওপর নির্ভর করে অরোরার লাল, সবুজ ও হলুদ রঙ। পুরো সেপ্টেম্বর জুড়ে উত্তর গোলার্ধ্বে দেখা মেলে এ দৃশ্য। তবে এই প্রথম এমন উজ্জ্বল সবুজাভ আলো রাতের আকাশে দেখা গেল, ব্যাপারটি এমন নয়। আকাশে রহস্যময় ঘটনার জন্য আলাস্কার পরিচিতি অনেক। মেরুজ্যোতি বা নর্দার্ন লাইট দেখার জন্য অন্যতম সেরা জায়গা হিসেবে ধরা হয় আলাস্কাকেই।

এর আগে চলতি বছরের ১৭ এপ্রিল মাসে একটি রহস্যময় ছবি দেখা যায়। যেখানে প্যাঁচানো অদ্ভুত গঠনের ওই বস্তু আলাস্কার আকাশে দেখেছেন আলোকচিত্রী টোড সালাট। সে সময় তিনি আকাশের ছবি তোলার সময় মনোরম প্রাকৃতিক ওই দৃশ্য দেখেছেন। অনেকে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেন যা মুহুর্তে ভাইরাল হয়ে যায়।

 

এস