ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

স্মার্টফোন চার্জে বিদ্যুৎ সাশ্রয়

প্রকাশিত: ২১:০২, ১৫ সেপ্টেম্বর ২০২৩

স্মার্টফোন চার্জে বিদ্যুৎ সাশ্রয়

চার্জে বিদ্যুৎ সাশ্রয়

বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনজীবনকে প্রভাবিত করলেও আমরা চাইলেই কিন্তু তা একেবারে কমিয়ে আনতে পারি না। দৈনন্দিন যে সব কাজে আমাদের বিদ্যুৎ ব্যবহার করতেই হয়, তার কোনোটিই একেবারে উপেক্ষা করা সম্ভব না। আর এটির একটি উল্লেখযোগ্য অপরিহার্য ব্যবহার হয় মোবাইল চার্জ করতে। কম-বেশি এখন সবাই স্মার্টফোন ব্যবহার করছেন। অনেকে একাধিক স্মার্টফোনও ব্যবহার করেন। আবার ঘরের অন্য সদস্যদের স্মার্টফোন মিলিয়ে সবার বাড়িতেই -৪টি স্মার্টফোন রয়েছে। কিন্তু এতগুলো ফোন ফুল চার্জ করে মাসে বিদ্যুৎ খরচ কত হচ্ছে, সেই হিসাব রাখছেন কি? সাধারণত একটি স্মার্টফোন গড়ে দিনে দুইবার চার্জ করা হয়। জেনে নেওয়া যাক একটি স্মার্টফোন প্রতিদিন দুইবার ফুল চার্জ করে বছরে আপনার বিদ্যুৎ খরচ কত হবে। বিষয়ে লরেন্স বার্কলে ল্যাবের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়, যদি কোনো স্মার্টফোনে থেকে ওয়াটের মধ্যে কোনো চার্জিং অ্যাডপ্টার ব্যবহার করা হয়, সে ক্ষেত্রে ঘণ্টা চার্জ দিলে খরচ হয় .০০৬ থেকে .০১৪ ইউনিট বিদ্যুৎ। অর্থাৎ যদি আপনি প্রতিদিন ঘণ্টা করে নিজের স্মার্টফোন চার্জ করেন, তাহলে সারাবছরে আপনার মোট থেকে ইউনিট বিদ্যুৎ খরচ হবে।

যদি প্রতি ইউনিটের দাম টাকা হয়, তাহলে ফোন চার্জের জন্য প্রতি বছর খরচ ৭দ্ধ২=১৪ টাকা থেকে ৭দ্ধ৫=৩৫ টাকা। সারাবছর যদি চারটি ফোন ব্যবহার করেন, তাহলে খরচ হবে ১৪দ্ধ৪=৫৬ থেকে ৩৫দ্ধ৪=১৪০ টাকা। তবে অনেকেই আছেন সারারাত কিংবা দীর্ঘ সময় ফোন চার্জে দিয়ে রাখেন। এতে একদিকে যেমন ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে বিদ্যুৎ খরচও বাড়ে। কারণ ফুল চার্জ হওয়ার পরেও যদি ফোনটি চার্জারের সঙ্গে সক্রিয়ভাবে সংযুক্ত থাকে, তখন স্মার্টফোন বিদ্যুৎ গ্রহণ করে। অনেকে আবার সারাক্ষণ ফোন চার্জিং সকেটের সঙ্গে লাগিয়ে রাখেন। এতে থেকে ওয়াট বিদ্যুৎ খরচ বেশি হয়। প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, শুধু একটি ফোনের ক্ষেত্রে এই পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। তবে ফোনের সংখ্যা যদি বেশি হয়, তাহলে এই সমপরিমাণের বিদ্যুৎ খরচ বাকিগুলোর জন্যও প্রযোজ্য। তা ছাড়া, এখন স্মার্টফোনগুলোর ব্যাটারির ধারণক্ষমতা আলাদা আলাদা হয়, সঙ্গে সঙ্গে সে সব ব্যাটারির জন্য চার্জারের ধরনও ভিন্ন হয়। যেমন কিছু আছে ৩৩ ওয়াট, আবার কিছু ৪০ ওয়াটের। সুতরাং ব্যাটারি এবং চার্জিং অ্যাডপ্টারের ওপর নির্ভর করেও ফোনের চার্জিং খরচ কম বা বেশি হতে পারে।

আইটি প্রতিবেদক

×