ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

নেটওয়ার্ক উন্নয়নে ৪ হাজার ফোরজি টাওয়ার বসালো বাংলালিংক

প্রকাশিত: ২০:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩

নেটওয়ার্ক উন্নয়নে ৪ হাজার ফোরজি টাওয়ার বসালো বাংলালিংক

এই অর্জন উদযাপনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অসের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক গত বছর সারা দেশে চার হাজার নতুন ফোরজি সাইট (টাওয়ার) স্থাপন করেছে। এর ফলে আরও বেশি সংখ্যক গ্রাহক বাংলালিংকের দ্রুততম ফোরজি ও উন্নত ডিজিটাল সেবা উপভোগ করতে পারছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই অর্জন উদযাপনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অসের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও ছিলেন বিটিআরসি’র কমিশনার (স্পেকট্রাম ডিভিশন) শেখ রিয়াজ আহমেদ, বিটিআরসির মহাপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস) মো. এহসানুল কবির, বিটিআরসির মহাপরিচালক (স্পেকট্রাম) মো. মনিরুজ্জামান জুয়েল, মহাপরিচালক (অ্যাডমিনিস্ট্রেশন) মো. দেলোয়ার হোসেন, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান প্রমুখ।

নতুন চার হাজার সাইট স্থাপনের ফলে বাংলালিংকের মোট সাইটের সংখ্যা এখন ১৪ হাজার ৫০০-তে দাঁড়িয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘বাংলালিংক এই অগ্রগতির ধারা বজায় রেখে এগিয়ে যাবে এবং আগামীতে গ্রাহকদের উন্নত সেবা দেওয়া অব্যাহত রাখবে।’

বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস বলেন, ‘একটি ডিজিটাল অপারেটর হওয়ার লক্ষ্যে আমরা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে ডিজিটাল সেবার মাধ্যমে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনার চেষ্টা করছি।’
 

 

রহিম শেখ

সম্পর্কিত বিষয়:

monarchmart
monarchmart