ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

যে ৬টি গুণের মালিকদের আল্লাহ নিজেই দিয়েছেন জান্নাতের সুসংবাদ

প্রকাশিত: ১২:০৪, ৮ জুলাই ২০২৫

যে ৬টি গুণের মালিকদের আল্লাহ নিজেই দিয়েছেন জান্নাতের সুসংবাদ

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, যারা ছয়টি গুণ বা বৈশিষ্ট্য নিজেদের মধ্যে ধারণ করবে, আল্লাহ তায়ালা তাদের জন্য মাগফিরাত ও জান্নাতের ওয়াদা করেছেন।

তিনি বলেন, “আল্লাহ কোরআনে বলেন—‘আল্লাহর মাগফিরাত ও জান্নাতের দিকে এগিয়ে আসো।’ শুধু নামের মুসলমান হলেই হবে না, হতে হবে মুত্তাকী। এই ছয়টি গুণ অর্জন করতে হবে।”

শায়খ আহমাদুল্লাহ যে ছয়টি গুণের কথা উল্লেখ করেন, সেগুলো হলো—

১. দানশীলতা:
সুখে-দুঃখে সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। মানুষের দেখানোর জন্য নয়। দান এমনভাবে করতে হবে, যাতে এক হাতে দিলে আরেক হাত না জানে।

২. রাগ নিয়ন্ত্রণ:
রাগকে সংযত রাখা অপরিহার্য। তিনি বলেন, মহানবী (সা.) বলেছেন—‘সবচেয়ে বড় বীর সেই, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।’

৩. ক্ষমাশীলতা:
রাগের বশে মাথা গরম হওয়া স্বাভাবিক, তবে মাসের পর মাস রাগ পুষে রাখা এবং ক্ষমা না করা আল্লাহর পছন্দ নয়।

৪. পরোপকার:
ভালো কাজ, দান, সাহায্য—সবকিছুই আল্লাহর জন্য করতে হবে। মানুষকে উপকারে এগিয়ে আসতে হবে।

৫. অনুতপ্ত হওয়া:
যদি কেউ গুনাহ বা অন্যায় করে ফেলে, তবে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে অনুতপ্ত হতে হবে এবং তাঁর কাছে ক্ষমা চাইতে হবে।

৬. আত্মনিয়ন্ত্রণ:
পাপ করার পর নিজেকে ভর্ৎসনা করা, আত্মনিয়ন্ত্রণ করা এবং ভবিষ্যতে সেই পাপে লিপ্ত না হওয়া।

শায়খ আহমাদুল্লাহ বলেন, “এই গুণগুলো যারা নিজের মধ্যে ধারণ করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও জান্নাতের সুসংবাদ রয়েছে।”

আবির

×