ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ধর্ষকের জন্য ইসলামে যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে

প্রকাশিত: ১৩:২৩, ১২ মার্চ ২০২৫; আপডেট: ১৩:২৬, ১২ মার্চ ২০২৫

ধর্ষকের জন্য ইসলামে যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে

ছবি সংগৃহীত

ইসলামে ব্যভিচার (জেনা) ও ধর্ষণকে অত্যন্ত গর্হিত এবং নিকৃষ্ট অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসলামে ধর্ষণের শাস্তি অন্য সব অপরাধের চেয়ে অনেক বেশি কঠোর। ইসলাম অনুযায়ী, ধর্ষকের শাস্তি ব্যক্তিভেদে আলাদা হতে পারে, তবে তা মোটেই সহজ নয়।

ধর্ষকের শাস্তি:
যদি ধর্ষক অবিবাহিত হন, তবে তার শাস্তি হবে ১০০ বেত্রাঘাত। এটি প্রকাশ্যে শাস্তি হিসেবে প্রয়োগ করা হবে। অন্যদিকে, বিবাহিত ধর্ষককে ইসলামে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এটি তার অপরাধের প্রকৃতি ও গুরুতরতা বুঝাতে সহায়তা করে।

ধর্ষক যখন ধর্ষণ করে তখন এক পক্ষ থেকে ব্যভিচার সংঘটিত হয় এবং অন্য পক্ষ হয় মজলুম বা নির্যাতিত। এ ক্ষেত্রে মজলুমের কোনো দোষ না থাকায় তার শাস্তি নেই। শুধু জালিম বা ধর্ষকের শাস্তি কার্যকর করা হবে। ধর্ষণের ক্ষেত্রে ৩টি বিষয় সংঘটিত হয়। এক. ব্যভিচার। দুই. বল প্রয়োগ। তিন. সম্ভ্রম লুণ্ঠন।

আশিক

×