ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

এই রমজানে আমার মা বোনদের কষ্ট দিবেন না: আজহারী

প্রকাশিত: ০৩:১২, ১১ মার্চ ২০২৫; আপডেট: ০৩:১৩, ১১ মার্চ ২০২৫

এই রমজানে আমার মা বোনদের কষ্ট দিবেন না: আজহারী

ছবিঃ সংগৃহীত

ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী সম্প্রতি এক মাহফিলে বলেছেন, এই রমজান মাসে নারীদেরকে কষ্ট দিবেন না। সারাদিন পিয়াজু, বেগুনি, আলুর চপ, পাকোরা, ছোলা, মুড়ি শরবত সবকিছু তারা রোজা রেখে তৈরি করেন। এগুলো বানাতে বানাতে আমাদের বোনরা কাহিল হয়ে যায়। আর তারাবী পড়তে পারে বা, ইবাদত করতে পারে না৷ আমারা যেন আমাদের বোনদের প্রতি যত্নশীল হই আরো।

 

সূত্রঃ https://www.facebook.com/share/r/1BXEscMjsP/

রিফাত

×