ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

জুলাই পদযাত্রা উপলক্ষে কাউনিয়ায় আসছে এনসিপির শীর্ষ নেতারা 

মন্জুরুল আহসান কাউনিয়া, কাউনিয়া, রংপুর

প্রকাশিত: ১০:৫৭, ১ জুলাই ২০২৫

জুলাই পদযাত্রা উপলক্ষে কাউনিয়ায় আসছে এনসিপির শীর্ষ নেতারা 

জুলাই পদযাত্রা উপলক্ষে রংপুরের কাউনিয়া আসছে জাতীয় নাগরিক পার্টি  (এনসিপির) শীর্ষ নেতারা। রবিবার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, “১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী ৬৪ জেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলায় প্রদক্ষিণ করবে।” পদযাত্রার শুরুতেই উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকা ঘুরবেন তারা।

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) শীর্ষ নেতাদের আগমন উপলক্ষে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। কাউনিয়া উপজেলা এনসিপি এর প্রধান সমন্বয়ক মোঃ সাইদুল ইসলাম জানান জুলাই পদযাত্রা উপলক্ষে কাউনিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ে কাউনিয়া গার্লস স্কুল মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়েছে সেখানে যোগ দেবেন পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন , উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম  দক্ষিন অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তিনি আরো বলেন আমরা আশা করছি আগামী কালকের পথসভায় কাউনিয়া উপজেলা সর্বস্তরের জনগণ যোগদান করবেন। এবং জাতীয় নাগরিক পার্টি এন সিপির হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধ রয়েছি।

আঁখি

×