ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

“ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে এই সরকারকে এক ঘণ্টাও রাখবো না” — ইশরাক

প্রকাশিত: ০২:০১, ২১ জুলাই ২০২৫

“ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে এই সরকারকে এক ঘণ্টাও রাখবো না” — ইশরাক

সংগৃহীত

 বিএনপি নেতা মো. ইশরাকুল হক ইশরাক স্পষ্ট করে বলেছেন, “ফেব্রুয়ারির পর নির্বাচন পেছানো হলে আমি বর্তমান সরকারকে এক ঘণ্টাও ক্ষমতায়ন থাকার অনুমতি দেব না।”

ইশরাক বলছেন, সরকার যদি নির্দিষ্ট সময়—অর্থাৎ ফেব্রুয়ারি পর—নির্বাচন অনুষ্ঠিত না করতে পারে, তবে জনগণের অধিকার খর্ব করছে।

নির্বাচন চাইছে নির্ধারিত সময়ে, তা না হলে তারা কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।

ইশরাক মন্তব্য করেছেন, “নির্বাচন করতেই হবে—নইলে আন্দোলন শুরু হবে। আমরা সরকারের বিদায় চাইলে চলবো, আর তা ‘ঘণ্টাও থাকবে না’।”

এ কথা বলায় ইশরাক ক্ষমতাসীন রাজনৈতিক দল ও সরকারের ওপর সরাসরি চাপ সৃষ্টি করেছেন।

সামাজিক মিডিয়ায় সাক্ষ্য দিচ্ছে—অনেকে সমর্থন জ্ঞাপন করছেন, আবার কিছু মানুষ বলছেন, “কেন এত তাড়াহুড়া?”

রাজনৈতিক ও মিডিয়া বিশ্লেষণ বলছে, ইশরাকের এমন মন্তব্য স্বাভাবিক রাজনীতির অংশ, তবে সতর্কতা পূর্ণ হওয়া জরুরি।

আপনি কি দলে আছেন? নির্বাচন পেছানোর সম্ভাবনা নিয়ে এই অবস্থান কি গ্রহণযোগ্য? না কি যথাযথ সময় তৈরি করেই নির্বাচন হওয়া উচিত?

বক্তব্য অনুযায়ী ইশরাকের রূঢ় ভাষা ও সময়-সীমা সংক্রান্ত দাবি ঘিরে সৃষ্টি হয়েছে নতুন এক রাজনৈতিক উত্তেজনা। ফেব্রুয়ারির পর নির্বাচনের বিষয়ে স্পষ্ট হচ্ছে—কখন নির্বাচন হবে না, তখন আন্দোলন হবে।

হ্যাপী

×