ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মাদ্রাসায় হঠাৎ এনসিপি নেতারা : কীসের ইঙ্গিত?

প্রকাশিত: ০৩:২৩, ২১ জুলাই ২০২৫

মাদ্রাসায় হঠাৎ এনসিপি নেতারা : কীসের ইঙ্গিত?

সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসায় হঠাৎ করে জাতীয়তাবাদী ছাত্রদল (এনসিপি) নেতাদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য সারজিস আলম সম্প্রতি মাদ্রাসাটি পরিদর্শন করেন বলে জানা গেছে।

তাদের এই অপ্রত্যাশিত সফর নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—এটি নিছক সৌজন্য সাক্ষাৎ, না কি দীর্ঘমেয়াদি কৌশলের অংশ—তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মাদ্রাসাভিত্তিক রাজনীতিতে অতীতে নানা রকম উত্তাপ দেখা গেলেও সাম্প্রতিক সময়ে ছাত্রদলের নেতাদের এমন সরব উপস্থিতি নতুন করে ভাবিয়ে তুলেছে অনেককে।

স্থানীয় সূত্র জানায়, এই সফরে তারা কিছু শীর্ষ আলেম ও ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেন। তবে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা ঘোষণার খবর মেলেনি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ প্রজন্মের মধ্যে প্রভাব বিস্তার এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই এমন কৌশলী পদক্ষেপ নিচ্ছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

এ বিষয়ে এক রাজনৈতিক পর্যবেক্ষক বলেন, “ধর্মীয় অনুভূতিকে পাশে রাখতে এবং মাঠে রাজনৈতিক ঘুঁটি সাজাতে মাদ্রাসাভিত্তিক সম্পর্ক এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এনসিপি সম্ভবত সেই পথেই হাঁটছে।”

তবে ছাত্রদল বা বিএনপির কোনো পক্ষ এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

হ্যাপী

×