ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

১৮-২০ জুলাই ২০২৪

সংলাপ হবে লাশের সঙ্গে, বলেছিলেন তারেক রহমান

প্রকাশিত: ০০:৫৬, ২১ জুলাই ২০২৫

সংলাপ হবে লাশের সঙ্গে, বলেছিলেন তারেক রহমান

ছবিঃ সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে এক ভিডিও বার্তায় গণঅধিকার পরিষদের নেতা তারেক রহমান বলেন, “সংলাপ হবে শহীদ আবু সাইদের সঙ্গে, সংলাপ হবে ওয়াসিমদের সঙ্গে। শেখ হাসিনার সঙ্গে নয়, কারণ খুনীর সঙ্গে কোনো সংলাপ হয় না।”

১৮ থেকে ২০ জুলাই পর্যন্ত চলা সেই গণআন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, “হে স্বৈরাচার হাসিনা সরকার, আর কত রক্ত লাগবে তোমাদের ক্ষমতায় টিকে থাকতে? আর কত মানুষ হত্যা করলে তোমাদের মনে শান্তি আসবে? আজও ১৪ জন শিক্ষার্থীকে খুন করা হয়েছে। শুধু কোটা সংস্কারের সামান্য দাবিতে ছাত্রদের ওপর এমন বর্বর হামলা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না।”

তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী হত্যার দায় সরাসরি শেখ হাসিনার ওপর চাপিয়ে বলেন, “এই হত্যা, দমন-পীড়নের জন্য ইতিহাস শেখ হাসিনাকে ক্ষমা করবে না। এই রক্তের ঋণ তাকে শোধ দিতেই হবে।”

তারেক রহমান আরও অভিযোগ করেন, সরকার আন্দোলন দমন করতে ব্যর্থ হয়ে এখন পালানোর পথ খুঁজছে। তিনি বলেন, “আপনাদের জানিয়ে দিতে চাই, শেখ হাসিনা এই আন্দোলন চলাকালে স্পেনে পালানোর চিন্তা করছে। যেকোনো মূল্যে তাকে আটকাতে হবে। পালিয়ে যাওয়ার পথ বন্ধ করতে হবে। শেখ হাসিনাকে এই দেশ থেকে পালাতে দেওয়া যাবে না।”

শেষে তারেক রহমান বলেন, “এই আন্দোলন শহীদদের রক্তে রঞ্জিত। এখন সংলাপ যদি করতেই হয়, তবে সেটি হবে শহীদ আবু সাইদের লাশের সঙ্গে। শহীদ ওয়াসিমের লাশের সঙ্গে।”

আসিফ

×