ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

‘জামায়াতের জন্মদাতা ছিলেন জিয়াউর রহমান’

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশিত: ০০:২৩, ২১ জুলাই ২০২৫

‘জামায়াতের জন্মদাতা ছিলেন জিয়াউর রহমান’

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামীর জন্মদাতা ছিলেন—এমন মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।

গত শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, গত ১ মে এক বক্তব্যে কামরুল হুদা বলেছিলেন—“জিয়াউর রহমানের নাম নিলে বেহেশতে যাওয়া যাবে।” ওই বক্তব্য তখন সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ৪৯ সেকেন্ডের এক ভিডিওতে কামরুল হুদাকে বলতে শোনা যায়, “জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামের জন্মদাতা। সেই জন্মদাতার সঙ্গেই এখন তারা (জামায়াত) বেইমানি করছে। তারা রাস্তায় শহীদ জিয়ার ছবি ফেলে দিচ্ছে, হঠকারিতা করছে। তাদের অঙ্গসংগঠনের ছেলেরা আমার নেতাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দিচ্ছে, দেশনায়ক তারেক রহমানকে নিয়ে স্লোগান দিচ্ছে, শহীদ জিয়ার ছবি পদদলিত করছে। আমরা ভোটও দিতে পারি না। এরা ধর্মের কথা বলে বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে—সাবধান হোন এদের থেকে।”

রবিবার রাতে বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে কামরুল হুদা বলেন, “আমি বলতে চেয়েছি, জামায়াতে ইসলামকে নতুনভাবে জীবন দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।”

নুসরাত

×