ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মুফতি রফিক আহমেদ

জনগণের হক আদায়ে কাজ করছে বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব সংবাদদাতা, ধনবাড়ী, টাঙ্গাইল

প্রকাশিত: ০০:১৬, ২১ জুলাই ২০২৫; আপডেট: ০০:১৮, ২১ জুলাই ২০২৫

জনগণের হক আদায়ে কাজ করছে বাংলাদেশ খেলাফত মজলিস

ছবিঃ সংগৃহীত

নিজের ব্যক্তিস্বার্থের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস রাজনীতি করে না। জুলুম, অত্যাচার, নির্যাতন, মাদক ও নেশার বিরুদ্ধে এবং দেশের জনগণের হক আদায়ে কাজ করছে বাংলাদেশ খেলাফত মজলিস—বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের রিকশা প্রতীকের টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল-১) আসনের মনোনীত প্রার্থী মুফতি রফিকুল ইসলাম রফিক আহমেদ।

তিনি টাঙ্গাইলের ধনবাড়ীতে রবিবার (২০ জুলাই) উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে জনশক্তি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্দেশেই সারা দেশে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে নেতা-কর্মীরা। আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে তিনি টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনে এমপি নির্বাচিত হলে রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্টসহ সর্বস্তরের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এজন্য এলাকার উন্নয়নের লক্ষ্যে সকল নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রুহুল আমীন, সহ-সভাপতি মাওলানা আব্দুল গণি, হাফেজ ক্বারী আশরাফুজ্জামান, আব্দুর রহমান, মধুপুর যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান হাসিফ, মুফতি লুৎফর রহমান, মাওলানা আ. ওয়াহেদ, সহ-সাধারণ সম্পাদক হাফেজ ফরমান আলী, প্রচার সম্পাদক সানাউল্লাহ, যুব মজলিস ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী রিশাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধনবাড়ীর নেতা মাওলানা আজিজুর রহমান আজাদী, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি নাঈমুল ইসলাম ও মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

জনশক্তি সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিস ধনবাড়ী উপজেলা শাখার প্রত্যেক ইউনিয়ন ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

ইমরান

×