
ছবিঃ সংগৃহীত
সারাদেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জনপ্রিয়তা ও সংগঠনিক তৎপরতা বাড়ছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির।
শনিবার (৫ জুলাই) তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করে লেখেন,
“আলহামদুলিল্লাহ, সারাদেশে চলছে এনসিপি হাওয়া।”
শেয়ারকৃত পোস্টটি ছিল এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ-এর একটি ভিডিও পোস্ট। ভিডিওটি ছিল ‘জুলাই পদযাত্রা, নওগাঁ’-র অংশ, যেখানে রাজপথে জনতার সাড়া এবং দলের স্লোগানে উদ্দীপ্ত পরিবেশ ফুটে উঠেছে।
ভিডিওর ক্যাপশনে লেখা ছিল—
“তুমি কে, আমি কে?
বিকল্প, বিকল্প।”
দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের বার্তা পৌঁছে দিতে সারাদেশে পদযাত্রা, পথসভা ও প্রচারণা অব্যাহত রয়েছে। নওগাঁর মতো দেশের বিভিন্ন জেলাতেও এ কর্মসূচিতে উল্লেখযোগ্য জনসম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে।
এনসিপির নেতারা বলছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করছে—পরিবর্তনের আকাঙ্ক্ষা আজ তৃণমূলে পৌঁছে গেছে।
ইমরান