ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি ক্ষমতায় এলে জুলাই শহীদ-আহতদের দায়িত্ব নেবে: রিজভী

প্রকাশিত: ১৭:৪৮, ২৩ মে ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে জুলাই শহীদ-আহতদের দায়িত্ব নেবে: রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় এলে জুলাই মাসের আন্দোলনে নিহত ও আহতদের প্রতি পূর্ণ দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়া এলাকায় নিহত শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, “শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। অথচ বর্তমান সরকার সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। নিহতদের সঠিক তালিকাও সরকারের কাছে নেই, এটি অত্যন্ত দুঃখজনক ও অবহেলার বিষয়।”

তিনি আরও জানান, বিএনপি রাষ্ট্রীয়ভাবে এসব শহীদ পরিবারের পাশে থাকবে এবং আহতদের পুনর্বাসনের জন্য কার্যকর উদ্যোগ নেবে।

সাক্ষাৎকালে শহীদ আরমান মোল্লার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোখলেছুর রহমান মিথুনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : https://youtu.be/91snIkYPJf8?si=nRgL5UAwHvAOoLp0

আসিফ

×