
বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক ফেসবুক পোস্টে এনসিপি নেতা সারওয়ার তুষারের অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিস্তৃত পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন লেখেন, ‘NCP সারোয়ার তুষার বলেছেন আমি মেয়র হওয়ার কথা বলে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করেছি এবং এটি তাদের সাথে প্রতারণার সামিল। জনাব তুষার যদি একটু মনোযোগ দিয়ে আমার বক্তব্য গুলা শুনতেন তাহলে উনি শুনতেন যে আমি বিএনপির প্রার্থী হওয়ায় বৈষম্যের শিকার এবং ন্যায্য আইনী অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।’
তিনি দাবি করেন, তার প্রতি বৈষম্য ও অন্যায় আচরণের বিষয়টি ঢাকার সাধারণ মানুষ বুঝে ফেলেছে এবং এনসিপির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে। তিনি লেখেন, ‘এটা বুঝতে পেরেই ঢাকার সাধারণ জনগণ NCP এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এবং এখনই এটা প্রতিরোধ না করলে আবারো হাসিনা মার্কা জাতীয় নির্বাচন হতে পারে সেটাও বুঝে ফেলেছে।’
নিজের বক্তব্যে তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন, সাক্ষাৎকারে আমি অন্যায়ের শিকার হয়েছি যাদের কারণে তাদের কথাও তুলে ধরেছি এবং তখন থেকেই পদত্যাগের দাবি জানিয়েছি। প্রতারণা কোথায় করলাম সেটা স্পষ্ট করতে হবে।’
তিনি দাবি করেন, তাকে কেন্দ্র করেই সাধারণ জনগণ আন্দোলনে নেমেছে, তবে তিনি নিজেকে কোনো বিশেষ কিছু মনে করেন না। ‘আমি এমন কোনো বিশাল কিছু না যে আমাকে মেয়রের চেয়ারে বসানোর জন্যে টানা আট দিন রোদ, বৃষ্টি, তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা আন্দোলনে করেছে , স্লোগান দিয়েছে মিছিল করেছে। এটার নাম ঢাকা, এখানকার মানুষ সংবেদনশীল। তাদেরই সন্তানের সাথে অন্যায় অবিচার হচ্ছে দেখে তারা নেমে এসেছেন।’
রাজনৈতিক অভিজ্ঞতা ও বাস্তবতার আলোকে ইশরাক হোসেন নতুন প্রজন্মকে রাজনীতির ধারাবাহিকতার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘অভিজ্ঞতার মাধ্যমেই আঞ্চলিক রাজনৈতিক ডাইনামিক্স বুঝতে পারবেন যার জন্যে প্রয়োজন বহু সময় মানুষের মধ্যে থেকে তাদের সমস্যার সমাধান করা।’
ইশরাক হোসেন সারোয়ার তুষারকে উদ্দেশ করে লেখেন, ‘বিএনপির মতো অবশ্যই একদিন হতে পারবেন, কিন্তু সময় লাগবে এবং যদি সঠিক পথে থাকেন। অন্তত ২০ থেকে ২৫ বছর রাজনীতি করে আসতে হবে।’
আফরোজা