ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফেনীতে মামুনুল হক

সংবিধান সংস্কার নামে বহুত্ববাদ এদেশের মানুষ আবারো রক্ত দিয়ে রুখে দেবে: মামুনুল হক

প্রকাশিত: ০২:৪৭, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:৪৯, ২৫ এপ্রিল ২০২৫

সংবিধান সংস্কার নামে বহুত্ববাদ এদেশের মানুষ আবারো রক্ত দিয়ে রুখে দেবে: মামুনুল হক

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গণহত্যার বিচার না করলে এই ইন্টেরিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না। জুলাই-আগস্টের স্পিরিটকে সম্মান জানিয়ে এদেশে রাজনীতি করতে হবে। সংবিধান সংস্কার নামে বহুত্ববাদ এদেশের মানুষ আবারো রক্ত দিয়ে রুখে দেবে। সংবিধানে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আমরা নতুন কোনো ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হওয়ার জন্য রক্ত দেইনি। ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছি আমেরিকার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য নয়।

তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের ছাত্র জনতাদের—এনসিপিকে আমি উদারতাপূর্ণ আহ্বান জানাব। আপনারা একটি কথা মনে রাখবেন—বাংলাদেশের শত বছরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সূত্রে গাঁথা।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে আপনার অবস্থান হলে আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে দেরি হবে না। তিনি আরও বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনে ইসলামবিরোধী সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। এ কমিশনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের ২৪ শে বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ গড়ে তুলতে হবে, ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম একটি বৃহৎ ঐক্য গড়ে তুলতে চাই—আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক শক্তিগুলোর বৃহৎ ঐক্য। দ্বিতীয় আরেকটি শক্তিশালী ঐক্য আমরা গড়ে তুলতে চাই—সেটা হলো আগামী বাংলাদেশে একটি ইসলামী বিপ্লবের জন্য ঐক্য। আগামী দিনে আগত বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ, বাংলাদেশের ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে জাতির সামনে উপস্থাপিত হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব জালাল উদ্দিন আহমদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1032431905455746&rdid=sKEdb1T9CbhJVG82

ইমরান

×