
ছবি: সংগৃহীত।
নতুন রাজনৈতিক দল গঠনের আগেই জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন ‘জনতার বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এই নোটিশ পাঠানো হয়।
নোটিশে দাবি করা হয়েছে, গত ১৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘জনতার বাংলাদেশ পার্টি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এরপর ২০ এপ্রিল দলটির নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়।
তবে মিডিয়ার মাধ্যমে জানা গেছে, ইলিয়াস কাঞ্চন ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। দুই দলের নাম প্রায় অভিন্ন হওয়ায় ‘জনতার বাংলাদেশ পার্টি’র নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং এতে দলের ভাবমূর্তি ও সাংগঠনিক কাঠামো ক্ষতির মুখে পড়বে বলে দাবি করা হয় নোটিশে।
শফিকুল ইসলাম সবুজ খানের পক্ষে পাঠানো নোটিশে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যে ‘জনতা’ শব্দযুক্ত একাধিক রাজনৈতিক দল যেমন—জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি—রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেছে। যার ফলে সাধারণ জনগণ ও কর্মীদের মধ্যে বিভ্রান্তির আশঙ্কা রয়েছে।
নোটিশে বলা হয়, “রাজনৈতিক দলগুলো কোনো হাস্যরস বা তামাশার বিষয় হতে পারে না। ইলিয়াস কাঞ্চন একজন সম্মানিত ব্যক্তি, তাই তাঁকে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নাম ব্যবহার না করার অনুরোধ জানানো হচ্ছে। তিনি চাইলে ভিন্ন কোনো স্বতন্ত্র নাম ব্যবহার করে দল গঠন করতে পারেন।”
সায়মা ইসলাম