
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, কিসের সংস্কার! শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের শতকরা ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে।
হারুনুর রশীদ বলেন, “এই বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আহ্বান, আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে জমায়েত করছি, সরকার আজকে তালগোল পাকিয়ে ফেলেছে। সরকার আজকে বেসামাল হয়ে গেছে। সরকার ৫ই আগস্টের পর তিন দিন সরকার ছিল না। নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, জনাব প্রফেসর ডক্টর ইউনূস, আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, যখন বাংলাদেশের ইধার-ইধারে ভাসমান হলো, শেখ হাসিনা পালিয়ে গেছে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, বাংলাদেশের জনতা রাজপথে সেদিন নেমে এসেছিল। শেখ মুজিবের ভাস্কর্য, শেখ মুজিবের মূর্তি, শেখ হাসিনার ভাস্কর্য, শেখ হাসিনার মূর্তি মুহূর্তের মধ্যে বাংলাদেশের মানুষ গুঁড়িয়ে দিয়েছে।”
তিনি আরো বলেন, “শেখ হাসিনার নামে, তার পিতার নামে, তার ভাইয়ের নামে, তার বোনের নামে, তার মায়ের নামে যত প্রতিষ্ঠান ছিল, সব চুরমার করে দিয়েছিল। তাদের নেমফলক গুলিকে। কেন!
একটি কারণ যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর অন্যায় এবং জুলুম করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আট তারিখের পরে সরকার গঠন করেছেন, আমরা আপনাদের সহযোগিতা দিচ্ছি। আপনার প্রধান দায়িত্ব এবং কর্তব্যই হচ্ছে, কিসের সংস্কার! শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের শতকরা ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=5BVmBg5D1oQ
মো. মহিউদ্দিন