ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব কি না, কী ব্যাখ্যা রনির?

প্রকাশিত: ২১:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব কি না, কী ব্যাখ্যা রনির?

ছবিঃ সংগৃহীত

ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব কি না, সেই ব্যাখ্যা দিয়েছেন সাবেক এমপি গোলাম মাওলা রনি। একটি বেসরকারি টেলিভিশনের টক শো'তে তিনি বলেন, অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, তার যদি এক হাজার কারণ থাকে, তার সিঙ্গেল কারণও নেই এখন নির্বাচন করার। নির্বাচন করার জন্য যে আইনশৃঙ্খলা পরিবেশ দরকার সেটা এখন নেই।

তিনি আরও বলেন, এখন নির্বাচনের ঘোষণা আসলে টেকনাফ থেকে তেতুলিয়া বিএনপির দখলে চলে যাবে সবকিছু। এর বাইরে জামায়াত বা অন্য কোনো দল দাঁড়াতেই পারবে না। এছাড়া প্রতিটি এলাকায় বিএনপির ৫-৬ জন মনোনয়ন প্রত্যাশিত জনপ্রতিনিধি থাকবেন, কিন্ত মনোনয়ন পাবেন একজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সক্রিয় না থাকে তাহলে তাদের জীবন হুমকির মুখে পরবে। তাই নির্বাচনের কথা যারা বলছে তাদের উচিত সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাজানো। যেন আমরা বুঝতে পারি দেশের ল এন্ড অর্ডার স্বাভাবিক হয়েছে।  

এগুলো ঠিক না করে যদি নির্বাচন হয়, হতেই পারে। তাহলে সেটি ২৪ এর নির্বাচনের নতুন একটি গেমিং ভার্শন হবে শুধু। ওইটা ছিলো ম্যানুয়াল ভার্শন, এখন হবে এআই ভার্শন। এখানে মূল ব্যাপার হচ্ছে নেতা, যে নেতা দেশ চালাবে। লিডারশিপ কোয়ালিটি না থাকলে জাতির উন্নতি হবে না।

 

সূত্রঃ https://youtu.be/lIntzVZFlcI?si=2otBLmHVGYD4dYdp

রিফাত

×