ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

শেখ বশিরউদ্দীন : শিল্পোদ্যোক্তা থেকে উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:২৭, ১১ নভেম্বর ২০২৪; আপডেট: ০০:৩৪, ১১ নভেম্বর ২০২৪

শেখ বশিরউদ্দীন : শিল্পোদ্যোক্তা থেকে উপদেষ্টা

শেখ বশীরউদ্দিন

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টার একজন শেখ বশিরউদ্দীন। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর থেকেই তার ব্যাকগ্রাউন্ড জানতে কৌতুহলী হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষ। শেখ বশিরউদ্দীন একজন শিল্পোদ্যোক্তা। আর সেখান থেকে এখন তিনি সরকারের উপদেষ্টা। 

শেখ বশিরউদ্দীন মূলত প্রভাবশালী ব্যবসায়ী। আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তিনি। তার পিতা আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিন। এই ব্যবসায় তার পথচলা দীর্ঘদিনের। ১৯৫০ সালে বাবা আকিজ উদ্দিনের হাত ধরে প্রতিষ্ঠিত হয় আকিজ গ্রুপ। পরে ২০০৬ সালে প্রতিষ্ঠাতার মৃত্যুর পর, এ গ্রুপের দায়িত্ব নেন শেখ বশীরউদ্দিন ও তার ভাই-বোনেরা। পরে ২০২৩ সালে আকিজ-বশির নামে আলাদা এক কোম্পানি গঠন করে আলাদা হয়ে যান শেখ বশীরউদ্দিন।

বর্তমানে সিরামিকস, টেবিলওয়্যার, বাথওয়্যার, জুট, পার্টিকেল বোর্ড, ডোরস, প্যাকেজিং, গ্লাসসহ ১৮টি অঙ্গপ্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। তার এই গ্রুপে কর্মসংস্থান হয়েছে প্রায় ২৬ হাজার মানুষের। এছাড়া আকিজ-বশীর গ্রুপ তিনটি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বিশ্বজুড়ে ২৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রজ্ঞাপনের মাধ্যমে বশিরউদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

×