ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

প্রেস সচিব শফিকুল আলম

বাংলাদেশে সভা-সমাবেশ করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের

প্রকাশিত: ১৪:৪৯, ৯ নভেম্বর ২০২৪; আপডেট: ১৬:২৯, ৯ নভেম্বর ২০২৪

বাংলাদেশে সভা-সমাবেশ করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের

প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ফটো

অন্তবর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে একটি ফ্যাসিষ্ট দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ,সভা-সমাবেশ করার কোনো সুযোগ নেই। 

শনিবার (৯ নভেম্বর) দুপুর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এসব কথা জানান তিনি।

শফিকুল আলম ওই পোস্টে আরও বলেন, গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সভা, সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণাঙ্গ মোকাবেলা করা হবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাস্ত করবে না।

পোস্টের কমেন্ট বক্সে মোহাম্মদ খায়রুজ্জামান,শফিউল আলমকে উদ্দেশ্য করে বলেন,  ভাই, এটা তো বুঝলেনই নাহ। কিন্তু সময় নিলেন তিন মাস। নিকৃষ্টতম অপরাধীদের পালাতে দিয়ে। এখনও পর্যন্ত সরকারের পক্ষ হতে কোনো ধরনের মামলা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে দেয়া হয়নি।

সরকার মনে করছে, গান্ধীবাদী অহিংস রাজনীতি দিয়ে ফ্যাসিবাদীদের হেদায়েত করানো যাবে।

মোহাম্মদ সাইফুল ইসলাম নামের আরেকজন লিখেছেন, একদম। আপনারা একটু নমনীয় হলেই এরা ঘাড়ে উঠে বসতে চাইবে। কোনো সুযোগ নাই, দেয়াও যাবে না। ফ্যাসিবাদ নিশ্চিহ্ন হবে। ইনশা আল্লাহ।

মেহেদী হাসান বলেন, হাসিনা যে দিল্লী থেকে ষড়যন্ত্র করার সুযোগ পাইতেছে, এর মূল কারণ- আপনারা এই সরকার। you have taken it very lightly. আপ্নেরা প্রায় কিছুই করতেছেন না। 

প্রেস সচিবের পোস্টের প্রতিক্রিয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, বিএনপি কখনো আইনবিরোধী কাজে সমর্থন করে না। ফ্যাসিবাদীদের আশীর্বাদপুষ্ট সুযোগ-সন্ধানী কোন নেতার আপাতত বিএনপিতে স্থান হবে না।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াত ইসলামী বাংলাদেশের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেছেন, এ ব্যাপারে জামায়াতের নিজস্ব কোন বক্তব্য নেই। তবে এটা একটা পাবলিক সেন্টিমেন্ট। বিগত ১৫ বছরে যেহেতু আওয়ামী লীগ কোন স্বাভাবিক রাজনীতি বিকাশের কোনি সুযোগ দেয়নি। তাই এখন তাদেরকেও সেটার পরিণাম ভোগ করতে হবে। আমরা স্বাভাবিক রাজনীতির কোন বিরোধিতা করছিনা। কিন্তু অস্বাভাবিক রাজনীতি আর পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে যাব না। এ বিষয়ে অন্তর্বতী সরকারের যেই বক্তব্য সেটার সঙ্গে একমত পোষণ  করছি।

রবিবার (১০ নভেম্বর) বিকেল তিনটায় শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দলটি এই কর্মসূচি ঘোষণা দিয়েছে। দলটির ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

দেশব্যাপী সব জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয় আওয়ামী লীগের ওই বিজ্ঞপ্তিতে।

এসআর

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে