ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন

কামরুজ্জামান বাচ্চু 

প্রকাশিত: ২২:০৫, ৭ নভেম্বর ২০২৪

বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন

অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট সময়ের মধ্যেই বাংলাদেশের জাতীয় নির্বাচন দিবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় হবে। ৭ নভেম্বর জাতিয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাউফল উপজেলা বিএনপি কর্তৃক বিকেল ৩টার দিকে স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত এক বিশাল সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগামি দিনে কোন ধরণের আন্দোলন সংগ্রাম এলে ঐক্যবন্ধভাবে আমরা সেই আন্দোলন সংগ্রাম করবো। আগামি দিনে দেশের মানুষের জন্য কাজ করবো। উন্নয়ন উৎপাদনের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। বিএনপির প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের উৎপাদন ও উন্নয়নে কাজ করেছেন। সবসময় সাধারন মানুষের দু:খ কস্ট লাঘবে কাজ করতে। বিএনপির ভেতর কোন বিভেদ নাই। আমরা একই পরিবারের লোক। ঐক্যবন্ধ আছি। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবন্ধ থেকেই দেশ গড়ার কাজে অংশ নেবে।

মুহাম্মদ মুনির হোসেন উপস্থিত নেতাকর্মীদের ইঙ্গিত করে বলেন, ‘আমি আপনাদের সন্তান। কারো ছেলে, কারো ভাই, কারো চাচা। আমি আপনাদের সাথে থেকে আপনাদের সেবা করতে চাই। আগামি জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপি থেকে নমিনেশন চাইবো। আপনারা দোয়া করবেন আমি যেন নমিনেশন পাই এবং আপনাদের সঙ্গে থেকে কাজ করতে পারি।’

বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচীব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম-আহ্বায়ক আবদুল গনি সিকদার, পৌর বিএনপির সাধারন সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন সহ বিভিন্ন স্তরের নেতারা।

অপরদিকে বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের নেতৃত্বে বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির সাবেক এই এমপির পৌর শহরের বাসভবন থেকে  এ র‍্যালী বেড় হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  করে। 

এ র‍্যালীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার লোক অংশ নেয়।

নাহিদা

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে