ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

যেভাবে বাংলাদেশের সহিংসতায় লাভবান ভারতের তৈরি পোশাক শিল্প

প্রকাশিত: ১৭:১৬, ৮ অক্টোবর ২০২৪

যেভাবে বাংলাদেশের সহিংসতায় লাভবান ভারতের তৈরি পোশাক শিল্প

প্রতিকী ছবি

সাম্প্রতিক রাজনৈতিক অভ্যুত্থান এবং সরকার পরিবর্তনের পর বাংলাদেশের বাণিজ্যের অস্থিতিশীল পরিস্থিতি থেকে লাভের স্বাদ পেয়েছে ভারতীয় পোশাক শিল্পের স্টেকহোল্ডাররা।

ভারতের পোশাক রপ্তানি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সুধীর সেখরি বলেছেন, যখন বিশ্বব্যাপী পোশাকের সোর্সিং পুনরুদ্ধার চলছে, তখন আমরাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত। আরএমজি রপ্তানির সাম্প্রতিক বৃদ্ধি বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলো ভারতে তৈরি পণ্যের উপর ক্রমবর্ধমান আস্থার প্রমাণ।

ভারতের পোশাক রপ্তানি খাতে উন্নয়নের বিপরীতে, বাংলাদেশের পোশাক রপ্তানি বাণিজ্য, যা ঐতিহাসিকভাবেই আরএমজি ভার্টিক্যালে সমৃদ্ধ তা আজ অভ্যন্তরীণ সঙ্কট এবং এর প্রভাব ব্যবসায়ী সম্প্রদায়ের ওপর খারাপভাবে পড়ার কারণে মন্থর হয়ে গেছে বলেই ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দরে গত দুই মাসে রপ্তানি কন্টেইনার কম দেখা গেছে, এটিই প্রমাণ করে যে আরএমজি রপ্তানি চাপের মধ্যে ছিল, কারণ বৈশ্বিক আমদানিকারকরা রাজনৈতিক উত্তেজনা থেকে অপ্রত্যাশিত সময়সূচী এবং সরবরাহের প্রতিশ্রুতির ঝুঁকি নিয়ে সতর্ক ছিলেন।

ঢাকার একজন শিপিং বিশ্লেষক  বলেন, অস্থিরতা বাংলাদেশের আরএমজি শিল্পকে পঙ্গু করে দেওয়ার মত প্রভাব ফেলেছে। শ্রমিকদের সহিংস বিক্ষোভ কয়েক মাস ধরে উৎপাদনের বড় অংশ বন্ধ করতে বাধ্য করেছে। যা সেরে উঠতে সময় লাগবে।
 

ফুয়াদ

আরো পড়ুন  

×