ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সোনারগাঁয়ে জাপার প্রার্থীকে শোকজ

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ১৮:৫৫, ২ ডিসেম্বর ২০২৩

সোনারগাঁয়ে জাপার প্রার্থীকে শোকজ

জাপার প্রার্থী লিয়াকত হোসেন খোকা

নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের দায়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকাকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শনিবার বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি মোহসিনা ইসলামের পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলার সহকারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করার সময় মিছিল নিয়ে প্রবেশ করায় যা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮’-এর বিধি ৮(খ) ও ১২ এর আচরন বিধির লঙ্ঘন। 

এমতাবস্থায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮’-এর বিধি ৮(খ) ও ১২ এর আচরণ বিধির লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট প্রেরণ এর লক্ষে আচরণ বিধি লংঙ্ঘন সংক্রান্তে আগামী ৪ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ এর সিনিয়র সহকারি জজ সোনারগাঁও আদালত কার্যালয়ে স্বশরীরের উপস্থিত বা একজন প্রতিনিধি মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

 

এস

×