ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রাহায়ণ ১৪৩০

আ’লীগ সরকারের পতনে বিএনপি ঐক্যবদ্ধ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ১৮:২৮, ২১ সেপ্টেম্বর ২০২৩

আ’লীগ সরকারের পতনে বিএনপি ঐক্যবদ্ধ

শায়েস্তাগঞ্জে পথসভায় বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায়। 

বিএনপির রোড মার্চ সিলেট যাওয়ার পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় পথসভা করেছে। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজস্থ নর্থইস্ট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ পথসভার আয়োজন করে হবিগঞ্জ জেলা বিএনপি। এরপূর্বে সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকে বিএনপি, ছাত্রদল,  যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী। বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে সেখানে জড়ো হন তারা। এছাড়াও বিভিন্ন ব্যানার ও স্লোগানের মাধ্যমে খন্ড-খন্ড মিছিল সহকারেও অনুষ্ঠানস্থলে যোগ দিতে দেখা গেছে অনেককে। 

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মালিক জনগণ। সেই মালিকানা আমরা ফেরত দিতে চাই। ক্ষমতায় আসার জন্য আমরা আন্দোলন করছিনা। জনগণের অধিকার আর মানুষের ভোটাধিকার ফেরাতে আমরা রাজপথে নেমেছি। 
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাধারণ মানুষ দ্রব্যমূল্যসহ নানাবিধ কারণে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগ সরকারের পতনে বিএনপি’র সাথে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি জনগণের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে এবং থাকবে। শোষণ বঞ্চনার হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত করতে হবে সাংবিধানিক অধিকার। তিনি বলেন, গণতন্ত্রকে পুনুরুদ্ধার করার জন্য আমরা যুদ্ধে নেমেছি। এতে আমাদেরই জয় হবে। 

হবিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আবুল হাসিমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার শিপার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী সোহেল, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এমএফ আহমেদ অলি, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল প্রমুখ। এর আগে সকাল ১০টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরে সংক্ষিপ্ত সমাবেশ করে রোডমার্চ শুরু করে দলটি।

 

এস