ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯

পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল, ইস্যু বানাচ্ছে বিএনপি

প্রকাশিত: ১৭:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ১৭:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০২৩

পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল, ইস্যু বানাচ্ছে বিএনপি

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ছবি। 

পাঠ্যপুস্তক নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিএনপি ইস্যু বানাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন,পাঠ্যপুস্তকের ভুল নিয়ে মির্জা ফখরুল রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন। তাকে বলব বইগুলো আগে ভালোভাবে পড়ুন। এছাড়া পাঠ্যপুস্তক নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। পাঠ্যপুস্তকে ১১ বছর আগের ভুলগুলো এখন আবার তোলা হচ্ছে। অথচ, সেগুলো তখনই সংশোধন করা হয়েছিল।

তিনি বলেন, পাঠ্যপুস্তকে ভুল থাকলে ঠিক করার জন্য দুটি বিশেষজ্ঞ কমিটি রয়েছে। সে কমিটি আলেমদের সঙ্গে আলোচনায় বসে ভুলগুলো সংশোধন করবে।

এমএম