ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শুধু শিনজো আবে নয়, বহু লোক-বহু দেশকে চিঠি দিয়েছি

প্রকাশিত: ১৮:১৪, ২ ফেব্রুয়ারি ২০২৩

শুধু শিনজো আবে নয়, বহু লোক-বহু দেশকে চিঠি দিয়েছি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুধু জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে নয়, বহু লোকক- বহু দেশকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা তো বহু লোককে চিঠি দিয়েছি, বহু দেশকে চিঠি দিয়েছি। অবশ্যই জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবেকে চিঠি দিয়েছি। এটা তো অস্বীকার করিনি।

৩১ জানুয়ারি জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চিঠি দেয়ার বিষয়টি তুলে ধরেন। 

তিনি বলেন, ২০২০ সালের ১৮ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে চিঠি লিখেছিলেন। কাল হয়ত বিএনপি সংবাদ সম্মেলন করে বলবে এই চিঠি সত্য নয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশের চলমান যে শাসন ব্যবস্থা, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করেছে, মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে, দুর্নীতি-লুটপাট করেছে। রাজনৈতিক নেতাদের গুম করছে, খুন করছে, প্রতিমুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছে, এগুলা আমরা সারা পৃথিবীকে জানিয়েছি।

 

এমএম

×