ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৭:২৫, ৩ ডিসেম্বর ২০২২

নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজপথসহ পাড়া-মহল্লায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। রাজপথ, জনপদ, শহর, গ্রাম, পাড়া-মহল্লা সবখানেই সতর্কতার সঙ্গে প্রস্তুত থাকতে হবে। হামলা হলে পাল্টা হামলা হবে কি না সময়ই বলে দেবে।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা জনগণের মাঝ থেকে এসেছি। কাজেই আমাদের ভয় দেখাবেন না। রাজপথ আমাদের।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারেক রহমান গতকালও ঢাকার এক ক্যাডারের সঙ্গে কনভারসেশন করেছেন। লন্ডন থেকে বলেছেন, তোমরা রাস্তা ছাড়বে না, শেখ হাসিনা পালানোর পথ খুঁজছে। তার এমপি-মন্ত্রীরাও পালানোর পথ খুঁজছে।’

তিনি বলেন, ‘খেলা হবে, অনেক খেলা। দেখা যাবে কত ধানে কত চাল, অপেক্ষা করুন। ফখরুল সাহেব, রাস্তা দখল করবেন? হাঁড়ি-পাতিল, বিছানা-কম্বল নিয়ে আসছেন?’

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে যাচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন খুনি জিয়াউর রহমান। কিন্তু আমাদের নেত্রী ছাত্রলীগের হাতে বই, খাতা, কলম তুলে দিয়েছেন।’
 

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×