
লাস্যময়ী এই নায়িকা ঐশ্বরিয়া
প্রতি বছরই নিত্যনতুন আউটফিটে 'কান' মাতান ঐশ্বরিয়া রাই। কখনও উজ্জ্বল লাল গাউন, আবার কখনও একেবারেই দেশি লেহেঙ্গা লুকে নজরকাড়েন তিনি। এ বছরও তার ব্যতিক্রম হলো না। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটলেন লাস্যময়ী এই নায়িকা।
এমএইচ