ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

‘কান’ রেড কার্পেটে চোখ ঝলসানো গাউনে ঐশ্বরিয়া

প্রকাশিত: ২০:২৪, ২০ মে ২০২৩; আপডেট: ২০:২৭, ২০ মে ২০২৩

‘কান’ রেড কার্পেটে চোখ ঝলসানো গাউনে ঐশ্বরিয়া

লাস্যময়ী এই নায়িকা ঐশ্বরিয়া

প্রতি বছরই নিত্যনতুন আউটফিটে 'কান' মাতান ঐশ্বরিয়া রাই। কখনও উজ্জ্বল লাল গাউন, আবার কখনও একেবারেই দেশি লেহেঙ্গা লুকে নজরকাড়েন তিনি। এ বছরও তার ব্যতিক্রম হলো না। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটলেন লাস্যময়ী এই নায়িকা।

সিলভার রঙের গাউনের সঙ্গে কোমরে কালো রঙের বো আর বৃহৎ আকারের হুডি আউটফিটটির সৌন্দর্য ছিল।

রেড কার্পেটে সোফি কুটিয়রের তৈরি ডিজাইনার সিলভার গাউনে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি। বিশালাকৃতির হুডটি ঐশ্বর্যর আউটফিটটিতে আলাদা মাত্রা যোগ করেছে। 

অদ্ভুদ সুন্দর এই আউটফিটটির সঙ্গে মিনিমালিস্ট লুকে সেজেছিলেন তিনি। বোল্ড রেড লিপস আর মিডপার্ট করা স্লিক হেয়ার স্টাইল।  

যদিও এই আউটফিটটির জন্য নেটপাড়ায় তাকে নিয়ে মীম ছেয়ে গিয়েছে। কেউ বলছেন তিনি নিজেকেই উপহার ভেবে সিলভার কাগজে মুড়িয়ে ফেলেছেন। 

আউটফিটটির ডিজাইন আসলে এইরকম দেখতে। তবে মীমে একে ‘টিনসেল ডিসকো বল` বলছেন অনেকে।

সম্প্রতি আলোচনায় রয়েছেন অভিষেক ঘরণী। কিছুদিন আগেই রিলিজ করেছে ঐশ্বরিয়া অভিনীত ‘পোন্নিয়িন সেলভান ২`। যা বক্স অফিসে তুমুল ব্যবসা করেছে। এর মধ্যেই তার রেড কার্পেট লুকও নজর কেড়েছে।

এমএইচ