ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যতিক্রমী খেলা হুমগুটি

শরীফ সাবের মনির

প্রকাশিত: ১৯:০৭, ২৫ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৯:১৮, ২৫ জানুয়ারি ২০২৩

ব্যতিক্রমী খেলা হুমগুটি

৩০কেজি ওজনের পিতলের হুম গুটি এবার দখলে রেখেছে ত্রিশালের ধানীখোলা গ্রামবাসী

হুমগুটি খেলাপৃথিবীতে নানা খেলার নাম আমরা শুনেছি। কিছু খেলা এমন যে শুধুমাত্র এলাকার ঐতিহ্য প্রকাশ করে।তেমনই একটি ব্যতিক্রমী খেলা হুমগুটি খেলা। ময়মনসিংহে খেলাটি জমিদারদের মাধ্যমে গুড়াপত্তন ঘটেছিল প্রায় দুইশত সত্তর বছর পূর্ব থেকে। ১৭৫৮ সর্বপ্রথম স্হানীয় জমিদার এই খেলার আয়োজন করেন স্হানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধনুক মন্ডল এর বুদ্ধিমত্তার সহযোগিতায়

হুমগুটি খেলা

জনশ্রুতি আছে প্রজাদের শক্তিপরীক্ষার জন্য খেলার আয়োজন করা হতো যা এখনও চলমান। এবার হয়ে গেল ২৬৪তম আয়োজন। ফুলবাড়িয়া উপজেলার লক্ষিপুর গ্রামে প্রায় লক্ষ লোকের উপস্থিততে প্রতিবছর পৌষের ২৯ তারিখ অনুষ্ঠিত হয় খেলাটি।

 

 

×