
৩০কেজি ওজনের পিতলের হুম গুটি এবার দখলে রেখেছে ত্রিশালের ধানীখোলা গ্রামবাসী
পৃথিবীতে নানা খেলার নাম আমরা শুনেছি। কিছু খেলা এমন যে শুধুমাত্র ঐ এলাকার ঐতিহ্য প্রকাশ করে।তেমনই একটি ব্যতিক্রমী খেলা হুমগুটি খেলা। ময়মনসিংহে এ খেলাটি জমিদারদের মাধ্যমে গুড়াপত্তন ঘটেছিল প্রায় দুইশত সত্তর বছর পূর্ব থেকে। ১৭৫৮ সর্বপ্রথম স্হানীয় জমিদার এই খেলার আয়োজন করেন স্হানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধনুক মন্ডল এর বুদ্ধিমত্তার সহযোগিতায় ।
জনশ্রুতি আছে প্রজাদের শক্তিপরীক্ষার জন্য এ খেলার আয়োজন করা হতো যা এখনও চলমান। এবার হয়ে গেল ২৬৪তম আয়োজন। ফুলবাড়িয়া উপজেলার লক্ষিপুর গ্রামে প্রায় লক্ষ লোকের উপস্থিততে প্রতিবছর পৌষের ২৯ তারিখ অনুষ্ঠিত হয় এ খেলাটি।