ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

শুধু ক্যালেন্ডারে লেখা থাকবে না— থাকবে হৃদয়ের গভীরে পোড়া দাগ হয়ে

শরিফুল রোমান

প্রকাশিত: ০৮:০৮, ২২ জুলাই ২০২৫

শুধু ক্যালেন্ডারে লেখা থাকবে না— থাকবে হৃদয়ের গভীরে পোড়া দাগ হয়ে

ছ‌বি: সংগৃহীত

২১ জুলাই রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা যেন আমাদের আকাশেই আগুন জ্বালিয়ে দিলো। 

বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়ে যখন কলেজ চত্বরে পড়ে, তখন বইয়ের পাতা, ইউনিফর্ম, স্বপ্ন আর জীবন—সব কিছুই আগুনে ভস্ম হয়ে গেল।

যেখানে তরুণ মন নিয়ে শিক্ষার্থীরা বসেছিল ক্লাসে, যেখানে কেউ ক্যান্টিনে হয়তো বন্ধুর অপেক্ষায় ছিল, যেখানে কেউ হয়তো জীবনের প্রথম কবিতাটা লিখছিল, সেখানে হঠাৎ আকাশ থেকে নেমে এলো আগুন। মুহূর্তেই সবকিছু ছিন্নভিন্ন হয়ে গেল। চারদিকে শুধু কান্না, আর্তনাদ আর পোড়া শরীরের গন্ধ। এমন দৃশ্য শুধু সিনেমায় দেখা যায়, কিন্তু আজ আমরা দেখলাম বাস্তবে।

আমরা হারিয়েছি শুধু কিছু শিক্ষার্থী নয়— হারিয়েছি সম্ভাবনা, স্বপ্ন, আগামী প্রজন্মের আলো। 

এই দুর্ঘটনায় বহু শিক্ষার্থী গুরুতর দগ্ধ হয়েছে, অনেকে প্রাণ হারিয়েছে। যারা বেঁচে আছে, তাদের চোখে এখনও জ্বলছে সেই আগুনের প্রতিচ্ছবি। 

যা শুধু ক্যালেন্ডারে লেখা থাকবে না— থাকবে হৃদয়ের গভীরে পোড়া দাগ হয়ে।

এম.কে.

×