ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

কোরবানির হাট

প্রকাশিত: ২০:২০, ১৬ মে ২০২৫

কোরবানির হাট

আফতাব নগর হাট নিয়ে সম্প্রতি হাইকোর্ট পর্যন্ত আলোচনা হচ্ছে। ‘অবৈধ হাট’ ট্যাগ দিয়ে কোরবানির এই ধর্মীয় আয়োজনকে যেন ধীরে ধীরে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। এরই প্রভাব এবার পড়েছে মেরাদিয়ার কোরবানির হাটেও! কিন্তু আমরা ভুলে যাচ্ছি, এই হাটটি মাত্র ৭-১০ দিন চলে। বছরে একবার, যখন মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন হয়। এটি শুধু পশু কেনাবেচা নয়, এটি একটি জনপদের ঐতিহ্য ও ধর্মীয় আবেগের প্রকাশ। এটা কেবল পশু কেনাবেচার ব্যাপার নয়, বরং এটা বহু মানুষের জীবিকা, একটি জনপদের ঐতিহ্য ও একটি ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ অথচ, শহরের অন্যদিকে মেলা, পূজা, মিছিল, কনসার্টে রাস্তা আটকে থাকে। কিন্তু সেগুলো নিয়ে কোনো অভিযোগ ওঠে না। কেন এই বৈষম্য? কোরবানির হাট আমাদের দুর্বলতা নয়, এটি আমাদের সম্ভাবনার চূড়ান্ত রূপ। এখন আর চুপ থাকার সময় নেই। এটি শুধু একটি হাটের প্রশ্ন নয়, এটি আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও ন্যায়ের প্রশ্ন। কোরবানির হাট বন্ধ নয়, বরং যাদের দৃষ্টিভঙ্গি বৈষম্যমূলক, তাদের নীতির পুনর্মূল্যায়ন প্রয়োজন। রাষ্ট্র, আদালত, প্রশাসন সকলের উচিত ঐক্যবদ্ধভাবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার।

ফিয়াদ নওশাদ ইয়ামিন
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিডিয়া
কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট

প্যানেলকোরবানির হাট

×