শীতকাল প্রকৃতির এক অনন্য ঋতু। হিমেল হাওয়া আর কুয়াশাচ্ছন্ন সকালে আমাদের জীবনে নিয়ে আসে এক বিশেষ অনুভ‚তি। শীতের সকাল মানেই খেজুর রসের মিষ্টি স্বাদ, নরম কুয়াশায় ঢাকা প্রকৃতি আর উষ্ণ চাদরে মোড়ানো আরামের মুহূর্ত। কিন্তু এই ঋতুটি শুধু আরাম কিংবা রোমাঞ্চের নয়; এটি আমাদের সামাজিক দায়িত্ব এবং মানবিকতার চর্চারও একটি সময়।
প্রতিবছর শীতকাল এলেই আমরা দেখতে পাই, দেশের অসংখ্য মানুষ শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছে। বিশেষ করে গরীব ও দুস্থ মানুষের জন্য এই সময়টা এক কঠিন পরীক্ষার মতো। গরম কাপড়ের অভাবে শীত তাদের জীবনে নিয়ে আসে দুর্ভোগ।
এ সময় আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে তাদের সাহায্য করা।শীত শুধু কষ্টের নয়, এটি আনন্দেরও ঋতু। পিঠা-পুলি, পিকনিক, বুনো ফুলের সৌন্দর্য, এবং শীতের সবজি আমাদের জীবনে এক অন্য রকম আনন্দ এনে দেয়। এই ঋতুর প্রত্যেকটি মুহূর্ত আমরা উপভোগ করতে পারি যদি আমরা নিজেরা উষ্ণ থাকি এবং অন্যদের উষ্ণতা দেওয়ার চেষ্টা করি। এই শীতে আসুন, আমরা সবাই একসাথে হয়ে মানুষের পাশে দাঁড়াই।
বিশেষ করে আমরা শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের উদ্যোগ নিতে পারি। গ্রামে কিংবা শহরে, যেখানেই হোক, শীতার্ত মানুষের জন্য একটু উষ্ণতার ব্যবস্থা করতে পারি। কারণ শীতের প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে।প্রকৃতির এই শীতল ঋতুতে আমাদের মানবিকতাই হতে পারে উষ্ণতার সবচেয়ে বড় উৎস। আসুন, আমরা সবাই মিলে শীতের উষ্ণতা ছড়িয়ে দিই সবার মাঝে।
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ